ভারতীয় ক্রিকেট

‘বিশ্বকাপ জিততে চাইলে কপিলের মতো নেতা হও’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:02 শনিবার, 25 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের বিশ্বকাপ জিততে হলে রোহিত শর্মা-বিরাট কোহলিদের কপিল দেবের মতই নেতা হতে হবে বলে মন্তব্য করেছেন বলবিন্দর সিং সান্ধু। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ে কপিলের দলের পেসার ছিলেন তিনি।

সেই সুবাদে ৮৩'র বিশ্বকাপ জয়ের নায়ক কপিলকে খুব কাছ থেকে দেখেছেন সান্ধু। সেই বিশ্বকাপে ব্যাটে-বলে বা ফিল্ডিংয়ে অনন্য ছিলেন কপিল। লম্বা সময় ধরে আইসিসির ট্রফি না জেতা ভারতের নেতাদের তাই কপিলকে অনুসরণ করতে বললেন সান্ধু।

তিনি বলেন, 'কপিলের মতো ব্যাটিং করো, কপিলের মতো ফিল্ডিং করো, কপিলের মতই একজন নেতা হও। তাহলেই পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে এবং ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারবে।'

সাম্প্রতিক সময়ে স্থিতিশীল অবস্থানে নেই ভারতের ক্রিকেটে। বিরাট কোহলি থেকে ওয়ানডে সংস্করণের নেতৃত্ব ছিনিয়ে রোহিত শর্মাকে দেয়ার পর থেকেই লেগে আছে বিতর্ক। বিতর্কে নতুন ডালপালা মিলছে দিনকে দিন।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে কোহলির সম্পর্কের অবনতিও প্রকাশ্যে চলে এসেছে। এমন অবস্থায় ক্রিকেটারদের সবকিছু দূরে ঠেলে শুধুমাত্র ক্রিকেটে মনোযোগ দেবার পরামর্শ দিয়েছেন সান্ধু।

সাবেক এই মিডিয়াম পেসার আরও বলেন, 'এখনকার মতো সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। একজন খেলোয়াড়ের জীবনে বিতর্ক থাকবেই। এসব থেকে দূরে থাকতে কেউ শুধু নিজের খেলাটাই খেলে যেতে পারে এবং সামনে এগিয়ে যেতে পারে।'