যুক্তরাষ্ট্র- আয়ারল্যান্ড সিরিজ

আম্পায়ার করোনা পজিটিভ হওয়ায় বাতিল হলো ম্যাচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:48 শনিবার, 25 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আম্পায়ার করোনা পজিটিভ, আর তাই বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বক্সিং ডে, অর্থাৎ ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি।

এই ম্যাচে দায়িত্ব পালন করার কথা ছিল চার আম্পায়ারের, যাদের একজনের করোনা পজিটিভ। আর তাই এই চারজনকেই অপসারণ করা হয়েছে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ২৮ ও ৩০ ডিসেম্বর।

এই দুটি ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। শুধু যুক্তরাষ্ট্র ক্রিকেট নয়, বাকি ম্যাচ দুটি আয়োজনে তাদের সর্বোচ্চ সহযোগিতা চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্র ক্রিকেট বলেছে, 'যুক্তরাষ্ট্র ক্রিকেট এবং ক্রিকেট আয়ারল্যান্ড একসঙ্গে এই ব্যাপারে কাজ করছে। আইসিসিও পাশে আছে যাতে করে সিরিজের বাকি দুই ম্যাচ আয়োজিত হয়। নিরাপদ মনে হলে আমরা অবশ্যই করব।

'যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে বক্সিং ডে তে শিডিউল করা হয়েছিল, কিন্তু আম্পায়ার প্যানেলের কোভিডের কারণে তা বাতিল করা হয়েছে। প্রথম ওয়ানডের চারজন আম্পায়ারকেই বাদ দেয়া হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ এবং বাকিরা করোনা নেগেটিভ হয়েছিল।'

ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। যেখানে ১-১ সমতায় সিরিজ ড্র করে দুই দল। প্রথম টি-টোয়েন্টিতে ২৬ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে চমকে দেয় যুক্তরাষ্ট্র। এরপরের টি-টোয়েন্টিতে অবশ্য সিরিজ সমতায় ফেরে আইরিশরা।