বিসিবির নতুন কমিটি

জালাল ইউনুসের প্রথম লক্ষ্য ড্রেসিং রুমের স্বাস্থ্যকর পরিবেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:42 শুক্রবার, 24 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। সাবেক এই ক্রিকেটার এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

কদিন আগেই ক্রিকেট অপারেশন্স কমিটি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আকরাম খান। এবার তারই স্থলাভিষিক্ত হয়েছেন জালাল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্যের কথা খোলাসা করেছেন তিনি। জানিয়েছেন, প্রধান লক্ষ্য জাতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশ স্বাস্থ্যকর করা।

তিনি বলেন, 'অপারেশন্সের প্রথম কাজ জাতীয় দলকে নিয়ে। আমি চাই জাতীয় দলের ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই। ওটাই আমার লক্ষ্য। এখানে টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে যদি হেলদি পরিবেশ আসে সেটাই হবে সঠিক ট্র্যাক।'

বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বের কথা উঠে এসেছে গণমাধ্যমে। যদিও সেসব বিষয় নিয়ে কেউই মুখ খোলেননি। অনেক ক্রিকেটারও ক্রিকেট অপারেশন্স কমিটির সাবেক চেয়ারম্যান আকরামকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন।

জালাল জানিয়েছেন তিনি ক্রিকেটের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য তৈরি। ক্রিকেটারদের সঙ্গে সব ভুল বোঝাবুঝির অবসান চান তিনি। অবশ্য বিদায়ী অপারেশন্স কমিটির চেয়ারম্যান্স আকরামের প্রশংসাও করেছেন নতুন চেয়ারম্যান।

জালাল বলেছেন, 'ক্রিকেটের স্বার্থে যে কোন পদক্ষেপ নেয়ার সেটা আমি নেব কিন্তু অনেক সময় হয় যে পরিস্থিতিটা অনুকূলে থাকে না। তাই এখন আমি শুধু সঠিক দিকে আনার চেষ্টা করবো। এখানে সামান্য কিছু থাকে যেমন খুব কঠিন না ভুল বোঝাবুঝির জন্য হয়। এখানে যদি আমরা কাভার করে ফেলি তাহলে কোন সমস্যা হবে না আশাকরি।'