বিসিবি কোচ

ব্যাটিং পরামর্শক হয়ে আবারও বাংলাদেশে আসছেন সিডন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:54 শুক্রবার, 24 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন জেমি সিডন্স। এই বিষয়টি গণমাধ্যমকে শুক্রবার নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সাবেক এই অজি ক্রিকেটারের সঙ্গে আলোচনাও চূড়ান্ত হয়েছে বিসিবির। এমনকি চুক্তিও হয়ে গেছে। সেই হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারির শুরু থেকেই বিসিবির সঙ্গে কাজ করবেন তিনি।

এ প্রসঙ্গে পাপন বলেন, 'জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে তা এখনও নির্ধারণ করা হয়নি এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারীতেই হয়তোবা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবে।'

এর আগে ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। তার অধীনেই ২০১১ বিশ্বকাপে খেলেছিল টাইগাররা। সেই বিশ্বকাপের পরই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

তার অধীনেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করে তুলেছিলেন।