অ্যাশেজ

রুটকে পাল্টা জবাব অ্যান্ডারসনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:17 শুক্রবার, 24 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাডিলেড টেস্টে হারের পর দলের বোলারদের ওপর দোষ চাপিয়েছেন জো রুট। কিন্তু অধিনায়কের সঙ্গে একমত হতে পারছেন না জেমস অ্যান্ডারসন। অ্যাডিলেডের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যাটাররা রান না পাওয়ায় ম্যাচ হারের দায় ব্যাটারদের ওপরই দিলেন এই অভিজ্ঞ পেসার।

সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্টে জো রুটের দল হেরেছে ২৭৫ রানের ব্যবধানে। যেখানে একেবারেই ব্যর্থ ইংল্যান্ডের ওপেনাররা। দুই ওপেনার ররি বার্নস এবং হাসিব হামিদ দুই ম্যাচে সম্মিলিতভাবে করেছেন মাত্র ১০৯ রান।

দ্য টেলিগ্রাফের এক কলামে অ্যান্ডারসন লিখেছেন, 'পরিসংখ্যান বলছে, এটি অ্যাডিলেডের সবচেয়ে ব্যাটিং সহায়ক উইকেট কিন্তু এমন উইকেটেও আমরা যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারিনি।'

দুই টেস্টেই ইংল্যান্ডের বোলাররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। বিশেষ করে সিরিজের প্রথম টেস্টে বেশকিছু সুযোগ তৈরি করেছিল ইংলিশ পেসাররা। কিন্তু বাজে ফিল্ডিংয়ের কারণে তা হাতছাড়া হয়েছে।

অ্যান্ডারসন বলেন, 'একজন বোলারের দৃষ্টিকোণ থেকে আপনাকে সবসময় সঠিক লেংথে বোলিং করতে হবে। তা করার জন্য প্রথম দুই দিন আমরা নিজেদের সেরাটা দিয়েছি। হয়তোবা একটা সময় এখানে কিছুটা ঘাটতি ছিল তবে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা কাজে লাগাতে পারিনি।'

ব্রিসবেন এবং অ্যাডিলেড টেস্টে হেরে পাঁচ ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ০-২ তে পিছিয়ে আছে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে পরের ম্যাচে অন্তত হার এড়াতে হবে ইংলিশদের। আগামী রবিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে তৃতীয় টেস্ট।