অ্যাশেজ সিরিজ

স্টোকসের সঙ্গে নিজের তুলনা করতে চান না গ্রিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:38 শুক্রবার, 24 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পেস বোলিং অলরাউন্ডার তো বটেই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় বেশ উপরেই রয়েছেন বেন স্টোকস। এদিকে তরুণ ক্রিকেটার হিসেবে কেবলই নিজের জাত চেনাতে শুরু করেছেন ক্যামেরন গ্রিন। দুজনই পেস বোলিং অলরাউন্ডার হলেও স্টোকসের সঙ্গে নিজের তুলনা করতে চান না গ্রিন।

লম্বা সময় ক্রিকেট থেকে বিরতিতে থাকার পর আবারও অ্যাশেজ দিয়ে ফিরেছেন স্টোকস। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই অলরাউন্ডার। তবুও তার ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক জো রুট। 

এদিকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে অ্যাশেজে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন গ্রিন। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে সফলতা পেয়েছেন তিনি। যদিও মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সদের মতো প্রথম সারির বোলারদের কারণে খুব বেশি সুযোগ মেলছে না তার।

এরপরও দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। এদিকে প্রতি ইনিংসে ২৫ কিংবা তার চেয়ে বেশি ওভার বোলিং করার পর আবার ব্যাটিংয়ে দারুণভাবে অবদান রাখায় স্টোকসকে প্রশংসায় ভাসিয়েছেন গ্রিন। সেই সঙ্গে ইংলিশ এই অলরাউন্ডারকে বিশ্ব সেরা মানছেন তিনি।

এ প্রসঙ্গে গ্রিন বলেন, ‘আমি যখন আরও বেশি টেস্ট ম্যাচ খেলব তখন আমি আরও আত্মবিশ্বাস পেতে পারি যে আমি এটা করতে পারি। নিজের বিশ্বাস হবে যে আমি ম্যাচ উইনার হইতে পারি। সে (বেন স্টোকস) ৫ নম্বরে আসে এবং প্রতি ইনিংসে ২৫ ওভার বল করে। এটা অবিশ্বাস্য যে সে কতটা ফিট এবং শক্ত। আমি তার সঙ্গে নিজেকে তুলনা করার চেষ্টা করছি না। সে বিশ্বসেরা।’