লঙ্কা প্রিমিয়ার লিগ

এলপিএলে আবারও চ্যাম্পিয়ন পেরেরার জাফনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:57 শুক্রবার, 24 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বড় লক্ষ্য তাড়া করতে নেমে গল গ্লাডিয়েটর্সকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার কুশল মেন্ডিস ও দানুষ্কা গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারের ৮১ রান তুলে জয়ের পথে আগাচ্ছিলো তারা। তবে ভানুকা রাজাপাকশা কিংবা মোহাম্মদ হাফিজরা ব্যাটে আলো ছড়াতে না পারায় ফাইনালে ২৩ রানে হারতে হয় গলকে। তাতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল জাফনা কিংস।

হাম্বানটোটায় টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন জাফনার দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো এবং রহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৫৬ রান। পাওয়ার প্লের শেষ ওভারে সামিত প্যাটেলের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন গুরবাজ।

সমান তিনটি করে ছক্কা ও চার মেরে ১৮ বলে ৩৫ রান করে ডানহাতি এই ব্যাটার ফিরলে ভাঙে তাদের এই উদ্বোধনী জুটি। তিনে দারুণ ব্যাটিং করতে থাকেন কোহলার ক্যাডমোর। ওপেনার আভিস্কার সঙ্গে জুটি গড়ে দ্রুতই জাফনার রান বাড়াতে থাকেন। 

হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর সাজঘরে ফেরেন আভিস্কা। ৮টি চার ও দুটি ছক্কায় ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি। শেষ দিকে এসে ১১ বলে ২৩ রান করেছেন শোয়েব মালিক এবং ৯ বলে ১৭ রান এসেছে থিসারা পেরেরার ব্যাট থেকে। 

দারুণ ব্যাটিং করতে থাকা ক্যাডমোরও এদিন হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ পর্যন্ত ৪১ বলে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইংলিশ ব্যাটার। তাতেই ২০১ রানের বড় পুঁজি পায় জাফনা। এদিকে গলের হয়ে একটি করে উইকেট পেয়েছেন নুয়ান থুসারা, মোহাম্মদ আমির এবং প্যাটেল।

জয়ের জন্য ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করে গল। শুরুতে মেন্ডিস এবং গুনাথিলাকা দারুণ ব্যাটিং করলেও পরে কেউই সেভাবে দাঁড়াতে পারেননি তাতেই বড় লক্ষ্য তাড়া করতে নেমে হারতে হয়েছে তাদের। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন গুনাথিলাকা। জাফনার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চতুরাঙ্গা ডি সিলভা।