বিপিএল

তরুণদের কথা শোনার বা বোঝার সময় কারো নেই, আক্ষেপ সাইফউদ্দিনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:11 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডারের অভাব অনেকদিনের। মোহাম্মদ সাইফউদ্দিনের হাত ধরে সেটার ঘাটতিও পূরণ হতে শুরু করেছে খানিকটা। ব্যাট হাতে খুব বেশি সুযোগ না পেলেও বল হাতে বেশ ভালো করছেন তিনি। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হটকেক এই পেস বোলিং অলরাউন্ডার। যদিও ইনজুরির কারণে এবারের বিপিএলে খেলা হচ্ছে না সাইফউদ্দিনের।

ইনজুরির কারণে বোলিং শুরু করতে আরও প্রায় দেড়মাস অপেক্ষা করতে হবে তাকে। শুধু ব্যাটার হিসেবে খেলার সুুযোগ থাকলেও বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি তার নাম। সেই আক্ষেপে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে সাইফউদ্দিন দাবি করেছেন, তরুণদের কথা শোনার বা বোঝার সময় কারো নেই। 

এ প্রসঙ্গে সাইফউদ্দিন লিখেছেন, ‘আমাদের মত সাধারণ জুনিয়ার প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোন সময় নেই হয়তো ।কারো প্রতি কোন অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক|’

২০১৯ বিশ্বকাপ থেকেই পিঠের ইনজুরিতে ভুগছেন সাইফউদ্দিন। মাঝের সময়টায় নিয়মিত ক্রিকেট খেললেও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের সময় আবারও মাথা চাড়া দিয়ে উঠে পুরোনো পিঠের ইনজুরি।

যে কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। তার বদলি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে সুযোগ পেয়েছিলেন রুবেল হোসেন। যদিও ডানহাতি এই পেসার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। 

বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের হয়ে চারটি ম্যাচে একাদশে ছিলেন সাইফউদ্দিন। এই চার ম্যাচে ৫ উইকেট পেয়েছেন। এছাড়া পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ দিকে ৬ বলে অপরাজিত ১৯ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছিলেন সাইফউদ্দিন।