বিপিএল

বরিশালের সঙ্গে সাকিবের চুক্তি, পরামর্শক নাজমুল আবেদিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:07 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করসপন্ডেন্ট||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগে একজন করে দেশি ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। কদিন ধরেই গুঞ্জন ছিল বিপিএলের এবারের আসরে বরিশালের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাকিবও জানিয়েছেন, তার সঙ্গে কথা হচ্ছে বরিশালের। এদিকে সাকিবের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দলটি। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন ফরচুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান। ।

শুধু দেশি ক্রিকেটারই নয়, ইতোমধ্যে কোচিং প্যানেলও সাজাতে শুরু করেছে তারা। যেখানে তাদের প্রধান কোচ হিসেবে দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে। এ ছাড়া দলটির পরামর্শক হিসেবে নাজমুল আবেদিন ফাহিম এবং ম্যানেজার হিসেবে থাকবেন সাব্বির খান। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের সঙ্গে সাকিবের চুক্তি সম্পন্ন হয়েছে। সে ফরচুন বরিশালের হয়ে খেলবে। আমরা খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও চুক্তি করেছি। সে আমাদের প্রধান কোচ। পরামর্শক হিসেবে থাকছে নাজমুল আবেদিন ফাহিম এবং ম্যানেজার হিসেবে সাব্বির খান।’

দেশি ক্রিকেটার ছাড়াও ড্রাফটের বাইরে তিনজন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেল, মুজিব উর রহমানদের কথা শোনা গেলেও এখনও নিশ্চিত নয় কেউই। ফরচুন গ্রুপের কর্ণধার জানিয়েছেন, তারা বেশ কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছে। চূড়ান্ত হলে তারাই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে।

তিনি বলেন, ‘বিদেশিদের ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আনুষ্ঠানিকভাবে আমরাই জানিয়ে দেবো। বেশ কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে কথা চলছে। এর মধ্যে দানুষ্কা গুনাথিলাকা রয়েছে। তবে এখনও কারও সঙ্গে চুক্তি হয়নি।’