বিপিএল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন লুইস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:12 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন কেনার লুইস। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা অভিজ্ঞতা না থাকলেও এবার বাংলাদেশের এই টুর্নামেন্টে দেখা যাবে তাকে।

ড্রাফটের বাইরে তিনজন বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগ লুফে নিয়ে নিজেদের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে তারা বলেছে, ‘কেনার লুইস একজন চ্যালেঞ্জার! অনেকেই তাঁকে বলেন নেক্সট ক্রিস গেইল। ২ জনের জন্ম ও বেড়ে উঠাও জ্যামাইকাতে। ডমেস্টিকে জ্যামাইকার জার্সিতে ক্রিস গেইলের ওপেনিং পার্টনার হিসেবে ডেব্যু।‘

‘সিপিএলে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আবুধাবি টি টেনে নর্দান ওয়ারিয়র্স আর লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে। এবারকার বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।’

বিপিএলের ড্রাফটের বাইরে তিনজন বিদেশির সঙ্গে একজন দেশি ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাবে দলগুলো। যেখানে বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে নিয়েছে তারা। 

বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে আগামী ২১ জানুয়ারি। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর।

এবারের আসরে মোট ৩৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সেই সঙ্গে তিনটি প্লে অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে।