আইসিসি

অলিম্পিকে ক্রিকেট, ২৫ কোটি টাকা খরচ করবে আইসিসি!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:50 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অলিম্পিক গেমসে ক্রিকেট যুক্ত করতে অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে ক্রিকেট অন্তর্ভূক্ত করতে ৩ মিলিয়ন মার্কিন ডলার বিড করার পরিকল্পনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আশা করা হচ্ছিলো ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেই যুক্ত হবে ক্রিকেট। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রাথমিক তালিকায় নেই ক্রিকেট। আইওসি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভূক্তির জন্য স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং সার্ফিংসহ ২৮টি ডিসিপ্লিনের প্রস্তাব দিয়েছে।

অবশ্য এই অবস্থাতে আশা হারাচ্ছে না আইসিসি। বিশ্ব ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা কদিন আগে জানিয়েছিলেন, এখনও অ্যাডিশনাল স্পোর্টস হিসেবে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তির সুযোগ রয়েছে। ২০২৩ সালে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আর সেখানে অলিম্পিকে ক্রিকেট যুক্ত করতে ৩ মিলিয়ন মার্কিন ডলার বিড করবে তারা। 

এর আগে গত বছরের এপ্রিলে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে অলিম্পিকে অংশ নিতে একটি রেজুলিউশন গ্রহণ করে। যদিও এরপর আর প্রক্রিয়াটি গতি পায়নি। অলিম্পিকে ক্রিকেট যুক্ত করতে আইসিসি অলিম্পিক কমিটিও গঠন করেছে।

যার নেতৃত্ব দিচ্ছেন গ্রেগ বার্কলে। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে ইন্দ্রা নুয়ি, জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুহলানি, মালয়েশিয়ার মাহিন্দা ভালিপুরম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরাগ মারাঠে রয়েছেন। তাদের সামনে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার চ্যালেঞ্জ। এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৮ সালে ক্রিকেট যুক্ত করতে হলে এখন থেকেই কাজ করতে হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন বলেন, ‘দুশ্চিন্তার বিষয় হলো ২০২৩ সালের জন্য বিবেচিত হতে হলে আমাদের খেলাটাকে আরও উপরের পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে।’