আইপিএল

কোচ হয়ে ফিরছেন মুডি, সঙ্গে থাকছেন লারা-স্টেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:14 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন টম মুডি। দলটির ব্যাটিং পরামর্শক এবং স্ট্রাটেজিক অ্যাডভাইসর হিসেবে যুক্ত হয়েছেন ব্রায়ান লারা। পাশাপাশি পেস বোলিং কোচ হিসেবে ডেল স্টেইনকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সর্বশেষ আইপিএলে দল হিসেবে ব্যর্থ ছিল হায়দরাবাদ। আসরে ১৪ ম্যাচে ১১ হারের বিপরীতে দলটির জয় ছিল কেবল তিন ম্যাচে। এর ফলে আগামী আসরের আগে তাদের কোচিং প্যানেলে বেশ কিছু পরিবর্তন এসেছে। গত মৌসুমে হায়দরাবাদের প্রধান কোচ ছিলেন ট্রেভর বেলিস।

কদিন আগেই প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। এরপর মুডিকে দলটির প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে গত মৌসুমে ক্রিকেট পরিচালক হিসেবে দলটির সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে নতুন যুক্ত হওয়া দুই বড় নাম লারা ও স্টেইন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে লারাকে। তবে এবারই প্রথমবারের মতো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নেয়া এই ক্যারিবিয়ানের কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই।

চলতি বছরের ৩১ আগস্ট সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান স্টেইন। বাইশ গজে গতির ঝড় তোলা দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারের কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই। তাই আইপিএল দিয়েই তার কোচিং ক্যারিয়ারে অভিষেক হতে যাচ্ছে।

ফ্র্যাঞ্চাইজিটি স্পিন বোলিং কোচ হিসেবে আস্থা রাখছে মুত্তিয়া মুরালিধরনের ওপর। আর সহকারী কোচ হিসেবে থাকছেন সাইমন ক্যাটিচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে আছেন হেমাঙ্গ বাদানি।

হায়দরাবাদের কোচিং প্যানেল: টম মুডি (প্রধান কোচ), সাইমন ক্যাটিচ (সহকারী কোচ), ডেল স্টেইন (পেস বোলিং কোচ), মুত্তিয়া মুরালিধরন (স্পিন বোলিং কোচ), ব্রায়ান লারা (ব্যাটিং কোচ ও স্ট্যাটেজিক অ্যাডভাইসর), হেমাঙ্গ বাদানি (ফিল্ডিং কোচ ও স্কাউট)।