যুক্তরাষ্ট্র- আয়ারল্যান্ড সিরিজ

টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:38 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ফ্লোরিডায় দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ রানে জিতেছে যুক্তরাষ্ট্র। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের এটি প্রথম জয়।

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮৮ রান করে যুক্তরাষ্ট্র। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন গজানন্দ সিং। ৪২ বলের এই ইনিংসে ছিল পাঁচটি ছক্কার মার। তার সঙ্গে ১১০ রানের জুটি গড়া সুশান্ত মোদানি করেন ৩৯ বলে ৫০ রান।

ইনিংসের শেষ ওভারে মার্ক অ্যাডায়ারকে তুলাধুনা করেন মার্টি কেইন। দুটি করে চার ও ছক্কায় হাঁকিয়ে সেই ওভার থেকে ২৩ রান আদায় করেন তিনি। শেষ পর্যন্ত ১৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন কেইন।

আয়ারল্যান্ডের ইনিংস থামে ছয় উইকেটে ১৬২ রান করে। লর্কান টাকার দলটির হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন। অপরাজিত থেকেও দল জেতাতে ব্যর্থ হন তিনি। পল স্টার্লিং করেন ১৫ বলে ৩১ রান।

যুক্তরাষ্ট্রের হয়ে দুটি করে উইকেট নেন সৌরভ নেত্রভালকার, নিসর্গ প্যাটেল এবং আলী খান। ২৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

যুক্তরাষ্ট্র- ১৮৮/৬ (২০ ওভার)
(গজানন্দ ৬৫, মোদানি ৫০, কেইন ৩৯*; ম্যাককার্থি ৪/৩০)

আয়ারল্যান্ড- ১৬২/৬ (২০ ওভার)
(স্টার্লিং ৩১, টাকার ৫৭*; সৌরভ ২/২৬, আলী ২/৩০)