অস্ট্রেলিয়া ক্রিকেট

তিন সংস্করণেই অস্ট্রেলিয়ার হেড কোচ থাকতে চান ল্যাঙ্গার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:45 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণেই কোচিং চালিয়ে যেতে চান জাস্টিন ল্যাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার চুক্তি ২০২২ সালের মে তে শেষ হবে। চুক্তি শেষদিকে চলে আসলেও দায়িত্ব ছাড়ার কোনো ইচ্ছে নেই সাবেক এই অজি ওপেনারের।

২০১৮ সালের মার্চে বল টেম্পারিং কেলেঙ্কারির পর দায়িত্ব ছেড়েছিলেন অস্ট্রেলিয়ার তখনকার কোচ ড্যারেন লেম্যান। এরপর তার স্থলাভিষিক্ত হন ল্যাঙ্গার। অজিদের সাফল্যর ধারা অব্যাহত রাখেন তিনি।

যদিও চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাঠে ২০১৯ বিশ্বকাপ হাতছাড়া হয় অস্ট্রেলিয়ার। তারপর ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজও হারে অস্ট্রেলিয়া। তখন অনেক সমালোচনা হয়েছিল ল্যাঙ্গারকে নিয়ে।

যদিও ভালো ফলাফল এনে দিতে উদগ্রীব ছিলেন অস্ট্রেলিয়ান এই মাস্টারমাইন্ড। দলকে চূড়ান্ত সাফল্য এনে দেন তার নামে বিতর্ক ওঠার পরই। ২০২১ সালে অস্ট্রেলিয়াকে এনে দেন দেশটির প্রথম টি-টোয়েন্টি শিরোপা।

সম্প্রতি কোচিং চালিয়ে যেতে চান কিনা এমন প্রশ্নের জবাবে ল্যাঙ্গার বলেন, 'হ্যাঁ, সত্যি বলতে আমি অন্যকিছু ভাবিনি। শেষ চার বছরে আমি যা বলেছিলাম এখনো সেটাই বলছি। আমি আমার কাজ ভালোবাসি।

'ছেলেরাও দারুণ খেলছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই অসাধারণ দলটির অংশ হওয়া দারুণ ব্যাপার। আমার দিক থেকে কিছুই পরিবর্তিত হয়নি।'

চলমান অ্যাশেজ সিরিজে দুর্দান্ত খেলছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই ইংল্যান্ডকে দুটি টেস্টের দুটিতেই হারিয়েছে তারা। ঘরের মাঠে এমন অসাধারণ পারফরম্যান্সের কারণে ল্যাঙ্গারকে তিন সংস্করণে কোচ হিসেবে রেখে দেয়া এখন কেবলই সময়ের ব্যাপার।