বিপিএল

বিপিএলে আবারও চট্টগ্রামের হয়ে খেলবেন নাসুম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:27 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন নাসুম আহমেদ। গণমাধ্যমকে এই ব্যাপারে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্ণধার কে এম রিফাতুজ্জামান। শেষবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অভিষেক হয়েছিল নাসুমের। বাঁহাতি এই অর্থোডক্স সেই বিপিএলে বিপিএলে অসাধারণ পারফরম্যান্স করেই জাতীয় দলে এসেছিলেন।

এবারের বিপিএলের নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন দেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে বিপিএলের দলগুলো। সেই সুবাদে পুরানো নাসুমের ওপরেই আস্থা রাখতে যাচ্ছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি।

এক বিবৃতিতে রিফাতুজ্জামান বলেন, 'আনকোরা নাসুম আহমেদকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই সর্বশেষ বিপিএলে দলে নিয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসলেন, দেখলেন আর জয় করলেন, বাকি গল্পটা এরকম।

'চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলেই সোজা জাতীয় দল। টি টোয়েন্টি সংস্করণে অপরিহার্য এই বাঁহাতি স্পিনারের উপরই সবার আগে আমাদের আস্থা। নতুন আসরের জন্য আমরা নাসুমকেই বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিংয়ে।'

বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে আগামী ২১ জানুয়ারি। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর।

এবারের আসরে মোট ৩৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সেই সঙ্গে তিনটি প্লে অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে।

প্রতিটি দল একাদশে সর্বোচ্চ ৩ জন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। আর চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ৫০ লাখ টাকা।