বাংলাদেশ ক্রিকেট

নতুন বছরে উন্নতি করার তাগিদ দিলেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:50 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এই বছর তেমন ভালো যায়নি বাংলাদেশের। তিন সংস্করণের একটিতেও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই দলটির। দলীয় ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন বছরে সামনে এগিয়ে যেতে চান সাকিব আল হাসান।

২০২১ সালে বাংলাদেশ ৭টি টেস্ট খেলেছে। সাদা পোশাকে টাইগারদের ব্যর্থতা নতুন কিছু নয়। এই বছরও তা অব্যাহত থাকে। এই সাত টেস্টের মধ্যে কেবল একটি টেস্টে জয়ের (জিম্বাবুয়ের বিপক্ষে) উল্লাস করতে পেরেছে মুমিনুল হকের দল। ড্র করেছে একটিতে (শ্রীলঙ্কার বিপক্ষে)। বাকিগুলোতে শুধুই হার।

একই বছরে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ১২টি। এর মাঝে ৮টি'তে জিতেছে তামিম ইকবালের দল। যদিও বেশীরভাগ জয় এসেছে ঘরের মাঠে। এ ছাড়া টি-টোয়েন্টিতে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছে টাইগাররা।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ব্যর্থ ছিল বাংলাদেশ দল। প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে উঠলেও সেখানে আর জয়ের দেখা পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ।

আগামী বছর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। দলের সঙ্গে এই সিরিজে থাকছেন না সাকিব। গত বুধবার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে আগামী বছর ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাকিব বলেন, 'হতাশাজনক অবশ্যই, বিশ্বকাপে যেহেতু বড় একটা লক্ষ্য ছিল কিন্তু পূরণ করতে পারিনি, সেদিক থেকে তো হতাশাজনক। তবে এরকম আগেও হয়েছে যার পর আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। তো আশা থাকবে নতুন বছরে আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি এবং নিজেদের আরও উন্নতি করতে পারি।'

'অনেক জায়গায়ই উন্নতি দরকার আছে। ভালো খেললেও দরকার আছে, খারাপ খেললেও দরকার আছে। চেষ্টা থাকবে যেসব জায়গায় উন্নতি প্রয়োজন সবাই মিলে বসে যেন চিহ্নিত করা যায়। সেসব জায়গায় যেন আমরা উন্নতি করতে পারি।'

এদিকে জানুয়ারির শেষদিকে বিপিএল আয়োজন করছে বিসিবি। এবারের বিপিএলে বরিশালের হয়ে সাকিবকে দেখা যাওয়ার দারুণ সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিপিএল খেলবেন তিনি।