বাংলাদেশ-নিউজিল্যান্ড

বাংলাদেশ সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম, সুযোগ পাননি এজাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:35 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ইনজুরিতে থাকায় পুরো সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। এর আগে নিউজিল্যান্ড অধিনায়কের দায়িত্ব পালন করলেও এবারই প্রথম পুরো সিরিজে দায়িত্ব পালন করবেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চোট পেয়ে ছিটকে যাওয়া ডেভন কনওয়ে দলে ফিরেছেন। পেস বোলিং উইনিটে দায়িত্ব সামলাতে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন, নিল ওয়েগনারের সঙ্গে আছেন ম্যাট হেনরি।

ভারত সিরিজে এক ইনিংসে ১০ উইকেট নেয়া এজাজ প্যাটেলের জায়গা হয়নি ১৩জনের এই স্কোয়াডে। বাঁহাতি এই স্পিনার স্কোয়াডে না থাকলেও স্পিন ও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন রচীন রবীন্দ্র এবং ড্যারেল মিচেল।

দল ঘোষণার পর নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, 'ঘরে ফিরে দারুণ লাগছে। এই ভেন্যুগুলো আমাদের সবারই চেনা। এখানে আমাদের সফলতার হারও অনেক। তবে এটা হতাশাজনক যে কেন চোটের কারণে এই সিরিজে খেলতে পারছে না। ভারতেও তার সার্ভিস আমরা পাইনি। এই মুহূর্তে তার পুনর্বাসন চলছে, আশা করছি দ্রুই সে ফিট হবে।'

'টম দলকে নেতৃত্ব দেবে এবং ওর ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, সে আগেও এই দায়িত্ব সামাল দিয়েছে। এজাজের জন্য একটু খারাপ লাগছে কারণ সে ভারতে ইতিহাস গড়েই দেশে ফিরেছে। তারপরও আমরা সবাইকে সুযোগ দেই এবং এটা আমাদের একটি প্রক্রিয়া। তাই আমরা আশা করছি বাংলাদেশ সিরিজে যারা সুযোগ পেয়েছে সবাই তাদের সেরাটাই দিবে' আরও যোগ করেন তিনি।

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে একবারও জিততে পারেনি মুমিনুল হকের দল। ইতিহাস বদলাতে এবার পহেলা জানুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৯ জানুয়ারি।

বাংলাদেশ সিরিজে নিউজিল্যান্ডের স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, রাচীন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নিল ওয়েগনার, উইল ইয়াং।