বিপিএল

বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন মুস্তাফিজ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:56 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে কোনো আইকন ক্রিকেটার নেই। যদিও ড্রাফটের বাইরে থেকে একজন ক্রিকেটার নেয়ার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেই সুযোগ কাজে লাগিয়েই মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন কুমাল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। তিনি জানিয়েছেন মুস্তাফিজের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়ে দলটির। বেশ কিছু বিষয় চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানাবেন তারা।

এ প্রসঙ্গে নাফিসা বলেন, ‘বোর্ড থেকে আমাদের কোনো নির্দেশনা ছিল না যে স্থানীয় খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবো। আমরা আজকেই নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী মুস্তাফিজের সঙ্গে চুক্তি করা হয়েছে। নির্দেশনা পাওয়ার কিছুক্ষণ পরই চুক্তি করা হয়েছে তবে এখনও অফিসিয়াল করিনি আরকি।’

এরই মধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও চূড়ান্ত করেছে কুমিল্লা। দলটির হয়ে এবারের বিপিএলে মাঠ মাতাতে দেখা যাবে ফাফ ডু প্লেসিকে। সাবেক এই প্রোটিয়া অধিনায়ক এর আগে কখনও বিপিএলে খেলননি।

এবারের বিপিএলে দলটির হয়ে আরও খেলবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও ক্যারিবীয় তারকা সুনীল নারিন। ড্রাফটের বাইরে থেকে দলগুলো সর্বোচ্চ তিনজন করে বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। এই আসরে অংশ নিচ্ছে মোট ৬টি দল। সেই সঙ্গে ভেন্যু হিসেবে থাকছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

বিপিএলের এবারের আসরের ড্রাফট অনুষ্ঠিত হতে পারে ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে। এদিকে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিপিএলের এবারের অংশ নিতে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল ও খুলনা।