বিসিএল

হৃদয়ের ডাবল সেঞ্চুরি, ড্র নর্থ-সাউথের ম্যাচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:44 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দেড়শ পেরিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলেন তৌহিদ হৃদয়। চতুর্থ দিনের প্রথম সেশনেই সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করেছেন ডানহাতি এই ব্যাটার। তার ডাবল সেঞ্চুরির ওপর ভর করে ১১৪ রানের বড় লিড পায় বিসিবি সাউথ জোন। চতুর্থ দিন শেষে বিসিবি নর্থ জোন ১ উইকেটে ৬২ রান করলে ম্যাচটি ড্র হয়।

সেঞ্চুরি তুলে নিয়ে অমিত হাসান তৃতীয় দিনের শেষ বিকেলে সাজঘরে ফিরলেও দারুণ ব্যাটিং করে নর্থ জোনকে দারুণভাবে জবাব দিচ্ছিলেন হৃদয়। ডাবল সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে এদিন দারুণ এক রেকর্ডও গড়েছেন তিনি। 

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতকই ডাবল সেঞ্চুরিতে রূপ দেয়ার কীর্তি গড়েছেন হৃদয়। ডানহাতি এই ব্যাটারের রেকর্ড গড়া ইনিংসটি থামে ২১৭ রানে। ইনিংসটি খেলতে ১৬টি চার এবং ৪টি ছক্কা মেরেছেন। হৃদয় ডাবল  সেঞ্চুরি করলেও বাকিরা সেভাবে সঙ্গ দিতে পারেননি।

শেষ দিকে নাহিদুল ইসলামের ৪১ রান ছাড়া বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। তাতে ৪৯৯ রানের বড় সংগ্রহ গড়ে অল আউট হয় বিসিবি সাউথ জোন। এদিকে নর্থ জোনের হয়ে সানজামুল এবং শরিফুল্লাহ ৪টি করে উইকেটে নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৬২ রান সংগ্রহ করেছে নর্থ জোন। তানজিদ হাসান তামিম ৩৪ রান করে আউট হলেও পারভেজ হোসেন ইমন ১৭ এবং জুনায়েদ সিদ্দিকী ৮ রানে অপরাজিত ছিলেন। সময় শেষ হওয়ায় দুই দল ড্র মেনে নেয়।