বিপিএল

বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:08 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২০ জানুয়ারি। এবারের আসরের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাজমানি থাকছে ১ কোটি টাকা। আর রানার্স আপের জন্য রাখা হয়েছে ৫০ লাখ টাকা।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। এর মধ্যে রয়েছে ঢাকা, সিলেট, কুমিল্লা খুলনা, চট্টগ্রাম ও বরিশাল।

এ প্রসঙ্গে মল্লিক বলেন, 'প্রাইজমানি নিয়ে কথা হয়েছে। আমরা চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা এবং রানার্স আপ ৫০ লাখ টাকা রেখেছি। যে আইনকানুন গুলো আছে সেগুলো ইতোমধ্যে গণমাধ্যমে এসেছে। ড্রাফটের বাইরে একজন স্থানীয়, তিনজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে।'

এ ছাড়া ড্রাফটের জন্য ২৭ ডিসেম্বর দিনক্ষণ থাকলে ৩-৫ জানুয়ারি প্লেয়ার্স ড্রাফটের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। বিপিএলের এবারের আসরে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। যদিও প্লেয়ারদের গ্রেড তৈরি করে দিয়েছে বিসিবি।

সেখান থেকেই একজন ক্রিকেটারকে ড্রাফটের বাইরে থেকে দলে ভেড়াতে পারে দলগুলো। প্লেয়ার্স গ্রেডিংয়ে ক্রিকেটারদের স্থানীয় ক্রিকেটারদের জন্য ৭০ লাখ, ৩৫ লাখ, ২৫ লাখ, ১৮ লাখ, ১২ লাখ টাকার গ্রেড তৈরি করেছে বিসিবি।

বিপিএলের এবারের আসর অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতেই। এর মধ্যে রয়েছে ঢাকার মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম।