আকরামের পদত্যাগ

‘আমরা নতুন কমিটিই বানাইনি, সে চাকরি ছাড়বে কি?’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:52 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত ২০ ডিসেম্বর রাতে হুট করেই আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের ফেসবুক স্ট্যাটাসে আলোড়ন শুরু হয়ে দেশের ক্রিকেট অঙ্গনে। এরপর ২১ ডিসেম্বর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম নিজেই জানান তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

যদি ও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতামতের অপেক্ষায় ছিলেন তিনি। বুধবার (২২ ডিসেম্বর) বিসিবি অনুষ্ঠিত হয়েছে জরুরী বোর্ড সভা। সেই সভা শেষে পাপন জানিয়েছেন, নতুন বোর্ডই গঠন হয়নি। তাহলে আকরাম পদত্যাগ করবেন কিভাবে? আগামী ২৪ ডিসেম্বর নতুন কমিটি গঠন হবে বলে নিশ্চিত করেছেন পাপন।

তিনি বলেন, 'এখানে আমার মনে হয় যোগাযোগের ঘাটতি আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখনও কমিটি কাউকে দেইনি। কমিটি বানায়নি কাজেই এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল ওইটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি? ওই সময়টা শেষ। অন্তবর্তীকালীন সময়টা আকরাম চালিয়ে যাচ্ছে। আমার সঙ্গে কথা হয়নি এর আগে গণমাধ্যম দেখে আমি ভেবেছিলাম এই সময়টায় হয়তো ও থাকতে চাচ্ছে না।'

ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান হিসেবে বেশ সফল আকরাম। তার সঙ্গে বিসিবি সভাপতির কথা বলে মনে হয়েছে তার কাজের চাপ কিছুটা বেশি হয়ে যাচ্ছে। এর ফলে পরিবারকে তিনি সময় দিতে পারছেন না। এ জন্য বিসিবির অন্য পদে থাকতে চান তিনি।

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত কমিটি গঠন করা না গেলেও কোন কমিটির চেয়ারম্যান কে হবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এরপর আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত কমিটি গঠন করতে আশাবাদী বিসিবি সভাপতি। দ্রুতই এসব বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মনে করেন তিনি।

পাপন বলেন, 'যেহেতু এটা একটু দেরি হয়ে যাচ্ছে আমরা ইচ্ছে প্রকাশ করেছি আজকে ২৪ তারিখে আমরা কমিটি নিয়ে বসব অর্থাৎ কমিটি করব। একটি কমিটি ঘোষণা করব। অন্তত পক্ষে চেয়ারম্যানটা ঠিক করবো এবং ১৫ দিনের মাঝে তারা আমাকে পুরো কমিটি দেবে। পারলে আমরা চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারির নামও দিয়ে দেয়ার চেষ্টা করব ২৪ তারিখে। কিন্তু হয়তো সব পারবো না চেয়ারম্যান ঘোষণা করার চেষ্টা করব। আমরা ২৪ তারিখে বসতে চাই। তাড়াতাড়ি আমরা এটা শেষ করতে চাই।'