অ্যাশেজ

রুটের অধিনায়কত্বের শেষ দেখছেন আথারটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:46 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান অ্যাশেজে প্রথম দুই টেস্টের দুইটিতেই হেরেছে ইংল্যান্ড। মর্যাদার এই লড়াইয়ে ইংলিশদের ধারাবাহিক ব্যর্থতায় আরও একবার প্রশ্ন ওঠেছে জো রুটের নেতৃত্ব নিয়ে। এই সিরিজে ইংল্যান্ডের ব্যর্থতার তালিকা আরও লম্বা হলে রুটের অধিনায়কত্বের ক্যারিয়ার এখানেই শেষ হতে পারে, এমনটাই ধারণা করছেন মাইক আথারটন।

রুট নিঃসন্দেহে ইংল্যান্ডের সেরা ব্যাটারদের অন্যতম একজন। কিন্তু ক্রিকেট মহলে তিনি প্রায়ই সমালোচিত হন তার নেতৃত্বের কারণে। বেশ কয়েক বছর ধরে রুটের নেতৃত্বে ইংল্যান্ড দল হিসেবে সুবিধা করতে পারছে না। ইংলিশদের সাদা পোশাকের অধিনায়কের নেতৃত্ব নিয়ে তাই প্রশ্ন উঠেছে বারবার।

আথারটন বলেন, 'যদি সফরে এমন খারাপ অবস্থা অব্যহত থাকে, তাহলে রুটকে অধিনায়ক হিসেবে দেখা কঠিন হবে। অ্যাশেজ সফর ইংল্যান্ডের অনেকেরই অধিনায়কত্বের ক্যারিয়ার শেষ করে দিয়েছে এবং রুট এই চক্রের কাছাকাছি আছে।'

সাবেক এই ইংলিশ ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার আরও বলেন, 'তার (রুটের) বিকল্প খুঁজতে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। তবে দলে দায়িত্ব নেয়ার মতো কেউ নেই, এই ধারণাটি সবচেয়ে খারাপ যুক্তি।'

২০১৭ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার পর থেকে ৫৮ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন রুট। যেখানে ২৭ জয়ের বিপরীতে ২৩ হার ইংলিশদের। আর বাকি ৮ ম্যাচে কোনো ফলাফল হয়নি। এই সময়ে সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ড জয় পেয়েছে প্রায় ৪৭ শতাংশ ম্যাচে। 

জয়ের শতকরা হিসেবে রুটকে ব্যর্থ বলার সুযোগ নেই। তবে তার সময়ে টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ধারাবাহিকভাবে ব্যর্থ। তাছাড়া মাঠের সিদ্ধান্তেও তার ঘাটতির জায়গা বেশ কিছু ম্যাচে ফুটে উঠেছে। নিজে পারফর্ম করলেও দলের বাকিদের সেরাটা বের করে আনতে পারছেন না রুট এমনটাই মনে করছেন কেউ কেউ।