Connect with us

দক্ষিণ আফ্রিকা-ভাররত সিরিজ

ঘরের মাঠে অশ্বিনকে নিয়ে চিন্তিত নন এলগার


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের স্পিন বিভাগের নেতৃত্ব থাকবে নিশ্চিতভাবেই রবিচন্দ্রন অশ্বিনের কাঁধে। তবে অভিজ্ঞ এই স্পিনার আফ্রিকার কন্ডিশনে খুব একটা কার্যকরী নন এমনটাই বিশ্বাস ডিন এলগারের।  আর তাই  দক্ষিণ আফ্রিকার সাদা পোশাকের অধিনায়ক অশ্বিনকে নিয়ে আলাদাভাবে কোনো পরিকল্পনা করতে চান না।

অশ্বিন ভারতের জার্সিতে সবমিলিয়ে টেস্ট খেলেছেন ৮১টি। যেখানে ঘরের মাঠে ৪৯ টেস্টে প্রায় ২১ গড়ে  শিকার করেছেন ৩০০ উইকেট। ঘরের বাইরে ৩১ ম্যাচ খেলে প্রায় ৩১ গড়ে পেয়েছেন ১২৩ উইকেট। আর ক্যারিয়ারের বাকি একটি ম্যাচ খেলেছেন নিরপেক্ষ ভেন্যুতে।

এলগার বলেন, 'আমার মনে হয় না, অশ্বিন দক্ষিণ আফ্রিকায় খুব বেশি সাফল্য পেয়েছে। এটা আমাদের জন্য ইতিবাচক। ভারতে আমাদের ব্যাটারদের বিপক্ষে সে যে সাফল্য পেয়েছে, তার সাথে আপনি সত্যিই তুলনা করতে পারবেন না কারণ এখানকার কন্ডিশন পুরোপুরি ভিন্ন।'

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দল হিসেবে ভালো ক্রিকেট খেলতে প্রতিজ্ঞাবদ্ধ এলগার। প্রোটিয়া দলপতি নিজেদের  পরিকল্পনায় আস্থা রাখতে চান। প্রতিপক্ষের কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নজর দিতে নারাজ এলগার।

প্রোটিয়া অধিনায়ক বলেন, 'আমাদের নিজেদের পরিকল্পনার ওপর লক্ষ্য রাখতে হবে। প্রতিটি খেলোয়াড় তার নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। তাদের (ভারতের) দলের শুধুমাত্র একজন খেলোয়াড়ের উপর নজর রাখা ঠিক হবে না।'

ইতোমধ্যেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে অবস্থান করছে। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি। আর কেপটাউনে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে ১১ জানুয়ারি।

 

সর্বশেষ

২০ আগস্ট, শনিবার, ২০২২

নিউজিল্যান্ডকে সমতায় ফেরালেন ফিন-সাউদি-বোল্ট

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

তিনদিনেই শেষ লর্ডস টেস্ট, ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

পারফর্ম করেই আবার পাকিস্তান দলে ফিরতে চান হাসান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

রিজওয়ানের পরামর্শেই সফল সালমান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ওয়াসিম আকরাম-শাস্ত্রীদের সঙ্গী আথার আলী

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এখনও জাদেজার ছায়ায় অক্ষর, দাবি আকাশ চোপড়ার

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে: শ্রীরাম

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

কোচ যেই থাকুক, সেরা একাদশ সাকিবই ঠিক করে: পাপন

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে বাংলাদেশে আসছেন শ্রীরাম

আর্কাইভ

বিজ্ঞাপন