দক্ষিণ আফ্রিকা-ভাররত সিরিজ

ঘরের মাঠে অশ্বিনকে নিয়ে চিন্তিত নন এলগার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:42 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের স্পিন বিভাগের নেতৃত্ব থাকবে নিশ্চিতভাবেই রবিচন্দ্রন অশ্বিনের কাঁধে। তবে অভিজ্ঞ এই স্পিনার আফ্রিকার কন্ডিশনে খুব একটা কার্যকরী নন এমনটাই বিশ্বাস ডিন এলগারের।  আর তাই  দক্ষিণ আফ্রিকার সাদা পোশাকের অধিনায়ক অশ্বিনকে নিয়ে আলাদাভাবে কোনো পরিকল্পনা করতে চান না।

অশ্বিন ভারতের জার্সিতে সবমিলিয়ে টেস্ট খেলেছেন ৮১টি। যেখানে ঘরের মাঠে ৪৯ টেস্টে প্রায় ২১ গড়ে  শিকার করেছেন ৩০০ উইকেট। ঘরের বাইরে ৩১ ম্যাচ খেলে প্রায় ৩১ গড়ে পেয়েছেন ১২৩ উইকেট। আর ক্যারিয়ারের বাকি একটি ম্যাচ খেলেছেন নিরপেক্ষ ভেন্যুতে।

এলগার বলেন, 'আমার মনে হয় না, অশ্বিন দক্ষিণ আফ্রিকায় খুব বেশি সাফল্য পেয়েছে। এটা আমাদের জন্য ইতিবাচক। ভারতে আমাদের ব্যাটারদের বিপক্ষে সে যে সাফল্য পেয়েছে, তার সাথে আপনি সত্যিই তুলনা করতে পারবেন না কারণ এখানকার কন্ডিশন পুরোপুরি ভিন্ন।'

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দল হিসেবে ভালো ক্রিকেট খেলতে প্রতিজ্ঞাবদ্ধ এলগার। প্রোটিয়া দলপতি নিজেদের  পরিকল্পনায় আস্থা রাখতে চান। প্রতিপক্ষের কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নজর দিতে নারাজ এলগার।

প্রোটিয়া অধিনায়ক বলেন, 'আমাদের নিজেদের পরিকল্পনার ওপর লক্ষ্য রাখতে হবে। প্রতিটি খেলোয়াড় তার নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। তাদের (ভারতের) দলের শুধুমাত্র একজন খেলোয়াড়ের উপর নজর রাখা ঠিক হবে না।'

ইতোমধ্যেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে অবস্থান করছে। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি। আর কেপটাউনে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে ১১ জানুয়ারি।