Connect with us

ইংল্যান্ড

মাঠে ফেরার অপেক্ষা বাড়ল আর্চারের


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে আছেন জফরা আর্চার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ক্রিকেটে ফেরার সম্ভাবনা ছিল এই তারকা পেসারের। তবে তা আর হচ্ছে না। গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এমনটাই জানিয়েছে। 

বেশ কয়েক মাস ধরে ডান হাতের কনুইয়ের চোটে ভুগছেন আর্চার। গত ১১ ডিসেম্বর তার কনুইয়ে দ্বিতীয়বারের মতো  অস্ত্রোপাচার করা হয়েছে। এর ফলে মাঠের ক্রিকেটে ফিরতে আরও কয়েক মাস সময় লাগতে পারে এই গতি তারকার।

দ্বিতীয়বার আর্চারের অস্ত্রোপাচারের প্রায় দুই সপ্তাহ পর তার চোটের অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে ইসিবি। যেখানে বলা হয়েছে শীতকালীন মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। তবে চোট কাটিয়ে যথা সময়ে ক্রিকেটে ফিরবেন এই ইংলিশ পেসার।

গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, 'গত শনিবার (১১ ডিসেম্বর) লন্ডনে জফরা আর্চারের চোট প্রাপ্ত ডান হাতের কনুইতে দ্বিতীয় অস্ত্রোপাচার করা হয়েছে। আর্চারের ক্রিকেটে প্রত্যাবর্তন যথা সময়ে নির্ধারিত করা হবে। কিন্তু ইংল্যান্ডের অবশিষ্ট শীতকালীন সিরিজে তাকে পাওয়া যাবে না।'

ডান হাতের কনুইয়ের ইনজুরির কারণে চলতি বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন আর্চার। এর ফলে খেলতে পারেননি সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশেও। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরেও দর্শক হয়ে থাকতে হয়েছে এই ইংলিশ পেসারকে।

আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের পর চলমান অ্যাশেজেও আর্চারের সার্ভিস পাচ্ছে না ইংল্যান্ড। মর্যাদার এই লড়াইয়ে এই পেসাররের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাচ্ছে দলকে। ইতোমধ্যেই ইংলিশরা সিরিজের প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারের শঙ্কায় আছে।

সর্বশেষ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

একশ রানের উইকেট হবে, মানতে নারাজ সালাহউদ্দিন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

অ্যাশেজের চেয়ে বেশি উত্তাপ ভারত-পাকিস্তানের দ্বৈরথে: ভন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

পিএসএলে থাকছে প্রযুক্তির ছড়াছড়ি

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

তামিমের সঙ্গে কথা বলবেন সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

সাকিব কখনই বলেনি সে খেলতে চায় না: সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দ্রাবিড়কে প্রমাণ করতে হবে সে 'ওভাররেটেড' নয়: শোয়েব

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রিজওয়ান

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

‘ইউনিভার্স বস চলে এসেছে, এখন যা করার সে-ই করবে’

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

হ্যাটট্রিক জয়ে চূড়ান্ত লড়াইয়ের সামনে বাংলাদেশ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দুরন্ত হোল্ডারে ইংল্যান্ডকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

আর্কাইভ

বিজ্ঞাপন