ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ড সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের প্রধান কোচ কলিংউড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:31 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। সেই সিরিজে বিশ্রামে থাকবেন দলটির কোচ ক্রিস সিলভারউড। তার জায়গায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পল কলিংউড।

জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে এমনটাই। ইংল্যান্ড দলের সঙ্গে লম্বা সময় ধরে সহকারি কোচ হিসেবে কাজ করছেন কলিংউড। সংযুক্ত আরব আমিরাতে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে দলটির সঙ্গে ছিলেন কলিংউড।

ছিলেন অ্যাশেজে সিরিজের শুরুতেও। কিন্তু গত সপ্তাহে যুক্তরাজ্য ফেরে গেছেন ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। পরিবারের সঙ্গে বড়দিন কাটিয়ে আবারও দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এবারই প্রথমবার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন না কলিংউড। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভারপ্রাপ্ত কোচের ভূমিকায় দায়িত্ব পালন করেন তিনি।

ক্যারিবীয় দীপপুঞ্জ সফরের জন্য সামনের সপ্তাহে দল ঘোষণা করবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি শুরু হবে এই সিরিজ। অ্যাশেজ শেষ হওয়ার মাত্র চার দিন পর শুরু হচ্ছে এই সিরিজ। তাই ধারণা কড়া হচ্ছে অ্যাশেজে খেলা ক্রিকেটাররা এই সিরিজে খেলবেন না।

পাঁচটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২২, ২৩, ২৬, ২৯ ও ৩০ জানুয়ারি। ম্যাচগুলোর একমাত্র ভেন্যু বার্বাডোজের কেনিংসটন ওভাল। তারপর মার্চে তিন টেস্টের সিরিজে মুখোমুখি হবে দুই দল।