বিসিএল

অমিত-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে সাউথ জোনের দাপট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:53 মঙ্গলবার, 21 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনে চট্রগ্রামে দাপট দেখিয়েছে বিসিবি সাউথ জোন। অমিত হাসান এবং তোহিদ হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বিসিবি নর্থ জোনের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলেছে তারা। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ৩৫ রানে পিছিয়ে আছে দলটি।

২ উইকেটে ১১২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল সাউথ জোন। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার এদিন সকালে সাবধানী শুরু করেন। ৩১ রান নিয়ে দিন শুরু করা অমিত দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন।

আউট হওয়ার আগে ৩৭৩ বলে করেছেন ১৩১ রান। অমিতের বিদায়ে ভাঙে ২৫৮ রানের জুটি। তৃতীয় উইকেটে অমিত-হৃদয়ের এই জুটি দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছে। 

অমিত ফিরে গেলেও দিন শেষে অপরাজিত আছেন সাউথ জোনের আরেক সেঞ্চুরিয়ান হৃদয়। ২৮৬ বল খেলে এই টপ অর্ডার ব্যাটার অপরাজিত আছেন ১৫৯ রানে। যেখানে তিনি ১৩ চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন তিনটি।

নর্থ জোনের হয়ে এদিন একমাত্রে সফল বোলার ছিলেন মোহাম্মদ শরিফুল্লাহ। ডানহাতি এই অফ স্পিনার ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান অমিতকে। ইনিংসে তিনি ছাড়া নর্থ জোনের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও নোমান চৌধুরী।

টপ অর্ডারদের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ছড়ি ঘুরাচ্ছে সাউথ জোন। যদিও তৃতীয় দিন শেষে নর্থ জোনের থেকে প্রথম ইনিংসে ৩৫ রানে পিছিয়ে আছে তারা। তবে হাতে আছে এখনও সাত উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি নর্থ জোন- ২৪৬/৪ (১৩৮.৪ ওভার) (নাঈম ১৩৭, অঙ্কন ৭৬; নাসুম ৬/১২৬)

বিসিবি নর্থ জোন- ৩৫০/৩ (১২৯ ওভার) (হৃদয়  ১৫৯*, অমিত ১৩১; শফিকুল ১/৫১)