আকরামের পদত্যাগ

পাপনের মতামতের অপেক্ষায় আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:37 মঙ্গলবার, 21 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে পদত্যাগ করছেন আকরাম খান। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে নিশ্চিত করছেন তিনি।

আকরাম জানিয়েছেন, পারিবারিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন তিনি।

আকরাম বলেন, ‘আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। এই পদে থাকছি না। আমি ৮ বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম। এই সময়টাতে অনেক সহযোগিতা পেয়েছি বোর্ড সভাপাতি নাজমুল হাসান পাপন ভাইয়ের কাছ থেকে। কিন্তু তার সঙ্গে আলোচনা করে আপনাদের চূড়ান্তভাবে জানাব। যেহেতু আপনারা এখানে এসেছেন। এতটুকুই আপনাদের বলার আছে।’

এর আগে সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আকরামের স্ত্রী সাবিনা আকরামের ফেসবুক পোস্টের পর দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়। এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটি ছাড়ছেন আকরাম।

অবশেষে সব জল্পনা-কল্পনা ভেঙে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম নিজেই এই কথা নিশ্চিত করেছেন। এর ফলে বোঝাই যাচ্ছে চূড়ান্ত ঘোষণার জন্য আরও অপেক্ষা করতে হবে।