অ্যাশেজ

রুট কেন অধিনায়ক, প্রশ্ন পন্টিংয়ের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:13 মঙ্গলবার, 21 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি অ্যাশেজ সিরিজটি দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে ইংল্যান্ডের। প্রথম টেস্টে ৯ উইকেটের ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে ২৭৫ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা। দলের এমন পারফরম্যান্সের পর অধিনায়ক জো রুটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রিকি পন্টিং।

অ্যাডিলেড টেস্টে হারের পর দলের বোলারদের দোষ চাপিয়েছেন রুট। তিনি মনে করেন ইংলিশ পেসারদের ফুল লেন্থে বল করার দরকার ছিল। কিন্তু তারা তা করতে পারেননি। পন্টিং মনে করেন রুট বোলারদের দোষারোপ করলে মাঠে অধিনায়ক হিসেবে তিনি করছেন কি? 

পন্টিং বলেন, 'আমি যখন রুটের মুখে বোলারদের লেন্থ নিয়ে বক্তব্য শুনেছিলাম, কার্যত চেয়ার থেকেই পড়ে যাচ্ছিলাম। তাহলে তুমি ক্যাপ্টেন কেন? তুমি তোমার বোলারদের প্রভাবিতই তো করতে পার না যে, কোন লেন্থে বল করা উচিত তাদের। রুট তুমি মাঠে আছ কী করতে? রুট যা ইচ্ছা বলতে পারে। তবে ও যখন ক্যাপ্টেন তাহলে ওর এই বোধ থাকা উচিত যে, ওর কথা শুনে বোলাররা যেন সেই জায়গায় বল করে। নাহলে ওদের সরিয়ে দাও।'

বোলাররা রুটের কথা না শুনলে তাদের বদলে অন্য বোলারদের খেলানোর পরামর্শ দিয়েছেন পন্টিং। অ্যাডিলেড টেস্টের এক পর্যায়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন রুট। সেই সময় ইংলিশ বোলাররা ফুল লেন্থে বলে করেছেন বলেও দাবি ধারাভাষ্যের দায়িত্বে থাকা পন্টিংয়ের।

তিনি বলেন, 'ব্য়াপারটা অত্যন্ত সহজ। রুট তাহলে অন্য কাউকে সুযোগ দিক। যার সঙ্গে বোলারদের কথোপকথন ততটাই শক্তিশালী হবে যে সে বুঝিয়ে বলতে পারবে। এটাই ক্যাপ্টেনসি। কথা শুনতে পারলে ফলাফল অন্যরকম হতে পারত। সবচেয়ে উল্লেখযোগ্য দিক যে, রুট যখন মাঠে ছিল না, তখনই ইংল্যান্ডের বোলাররা ফুল লেন্থে বল করেছে।'