দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

ভারতের বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না নরকিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:55 মঙ্গলবার, 21 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে দুঃসংবাদ শুনতে হলো দক্ষিণ আফ্রিকাকে। পুরোনো চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দলটির পেসার অ্যানরিখ নরকিয়া।

টুইটারে এক বিবৃতির মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। জানা গেছে কোমরের নিচের অংশের চোটে ভুগছেন এই প্রোটিয়া পেসার।

এর ফলে এই সিরিজে খেলা হচ্ছে না তার। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পথেই রয়েছেন এই প্রোটিয়া তারকা। যদিও টেস্ট খেলার মতো যথেষ্ট ফিট নন তিনি।

ইতোমধ্যে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে ভারতীয় দল। তবে এখনও নরকিয়ার বদলি হিসেবে কাউকে ঘোষণা করেনি প্রোটিয়ারা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিজ্ঞপ্তিতে বলেছে, 'তিন ম্যাচের সিরিজ থেকে অনরিচ নরকিয়া ছিটকে গেছে। ক্রমাগত আঘাত পাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। এখন পর্যন্ত নরকিয়ার বদলি আনা হচ্ছে না।'

নরকিয়া না থাকলেও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামাল দিতে আছেন কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ন টেস্টের মাধ্যমে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার এই সিরিজটি।