অ্যাশেজ সিরিজ

মালানকে ওপেনিংয়ে চান বয়কট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:00 মঙ্গলবার, 21 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে দলটির দুই ওপেনার বদলাতে বললেন দেশটির কিংবদন্তি ব্যাটার জিওফ বয়কট। ডেভিড মালানকে ওপেনিংয়ে চান তিনি।

চলমান অ্যাশেজে একেবারেই ব্যর্থ ইংল্যান্ডের ওপেনাররা। দুই ওপেনার ররি বার্নস এবং হাসিব হামিদ দুই ম্যাচে সম্মিলিতভাবে করেছেন মাত্র ১০৯ রান। শুরুতেই উইকেট হারানোয় স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলতে ব্যর্থ হচ্ছে ইংল্যান্ড।

তিনে নামা মালান কিংবা চারে নামা জো রুটরা চেষ্টা করলেও দুই ওপেনারের ব্যর্থতার ঘাটতি পূরণে ব্যর্থ হচ্ছেন তারা। এই সমস্যার সমাধান দেখিয়েছেন বয়কট। ইনফর্ম মালানকে ওপেনিংয়ে নামানোর পরামর্শ দিয়েছেন তিনি।

দ্যা টেলিগ্রাফের কলামে বয়কট লেখেন, 'আমাদের উদ্বোধনী ব্যাটাররা তেমন ভালো না, এটা মেনে নেয়ার সময় হয়েছে। দুজন উদ্বোধনী ব্যাটার উইকেটে হেঁটে যায় এবং অজি বোলারদের মধ্যে কে তাদের উইকেট নেবে, এটা নিয়ে তাড়াহুড়ো শুরু করে।'

'ডেভিড মালানকে ইংল্যান্ড ওপেনার হিসেবে খেলাতে পারে। তার উইকেটে টিকে থাকার টেকনিক দারুণ। কোন ডেলিভারিগুলো ছাড়তে হবে এটা সে বেশ ভালো বোঝে। মাঠের সামনের দিকেও দারুণ খেলে। বড় সংগ্রহ গড়তে হলে উদ্বোধনী জুটিতে আপনার সফল হতে হবে।'

ব্রিসবেনে ৯ উইকেটের বড় ব্যবধানে হারার পর অ্যাডিলেডের দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২৭৫ রানের বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ড। মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।