পাকিস্তান

মিয়াঁদাদের পরই শোয়েব মালিকের ভাতিজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:28 মঙ্গলবার, 21 ডিসেম্বর, 2021

সোমবার (২০ ডিসেম্বর) কায়েদ-ই-আজম ট্রফিতে নর্দানের হয়ে বেলুচিস্তানের বিপক্ষে হুরাইরা ৩১১ রান করেন। ৩৪৩ বলের এই ইনিংসটিতে ৪০ চারের পাশপাশি ৪ টি ছক্কা হাঁকিয়েছেন নর্দানের এই ওপেনার।

হুরাইরার চেয়ে কম বয়সে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোয় এই রেকর্ডটি আছে জাভেদ মিয়াঁদাদের নামে। মাত্র ১৭ বছর ৩১০ দিন বয়সে এমন কীর্তি গড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার। ১৯৭৫ সালে কারদার সামার শিল্ড ফাইনালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বিপক্ষে করাচি হোয়াইটসের হয়ে তিনিও খেলেছিলেন ৩১১ রানের ইনিংস।

প্রথম শ্রেণির ক্রিকেটে হুরাইরার অভিষেক হয় গত অক্টোবরে। অভিষেক ম্যাচে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৮ রান করেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি।

পরের ম্যাচে প্রথম ইনিংসে ডাক মেরে ফেরেন এই ওপেনার। তবে দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত সেঞ্চুরি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তরুণ এই ওপেনারকে।

এবারের কায়েদ-ই-আজম ট্রফিতে ১০ ম্যাচে ৫৮.৫৩ গড়ে ৮৭৮ রান করেছেন হুরাইরা। যা আসরে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। যেখানে তিন হাফসেঞ্চুরির পাশাপাশি সমান সংখ্যক সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার।