যুব বিশ্বকাপ ২০২২

যুবাদের বিশ্বকাপের উইকেট সম্পর্কে ধারণা দিয়েছেন মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:44 সোমবার, 20 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিগত সব আসরের তুলনায় এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ওপর প্রত্যাশা অনেক বেশি। বিশ্বচ্যাম্পিয়নদের তকমা গায়ে নিয়ে এশিয়া কাপ এবং বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে তরুণরা। গতে বছর করোনাভাইরাস দলটির প্রস্তুতিতে বাঁধা হয়ে দাঁড়ালেও এ বছর মাঠের লড়াইয়ে ফেরে যুবদল। তবে গতবারের তুলনায় এবার খানিকটা কম প্রস্তুতি নিয়েই বিশ্বমঞ্চে লড়াইয়ে যাচ্ছে রাকিবুল হাসানের দল।

সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর সন্ধ্যায় এশিয়া কাপ খেলতে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশের যুবারা। এরপরই ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। আর বিশ্বমঞ্চে কেমন উইকেটে খেলা হবে তা নিয়ে কিছুটা হলেও ধারণা পেয়েছে যুব দলের সদস্যরা। 

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ যুব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের সেখানকার উইকেট সম্পর্কে ধারণা দিয়েছেন। যুব এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য দলীয় ফটোসেশন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক। 

রাকিবুল বলেন, 'না তেমন কথা হয়নি। দুই-একদিন রিয়াদ ভাইয়ের সঙ্গে নেটে দেখা হয়েছিলো। উনি ওখানকার উইকেট সম্পর্কে ধারণা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কেমন হতে পারে সে ধারণা দিলো। এতটুকুই কথা হয়েছে।'

করোনার কারণে যুব দলের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় বাধা পড়েছিল। তারপরও সল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে যুবারা। তবে রাকিবুল এসব নিয়ে ভাবতে নারাজ। যুব দলের লক্ষ্য এখন শুধু মাঠের খেলায় মনোযোগ দেয়া।

রাকিবুল বলেন, 'দেখেন আমরা শুধু আমাদের খেলায় ফোকাস করছি। আমরা কীভাবে পরিকল্পনা অনুযায়ী সেখানে গিয়ে খেলবো আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো কীভাবে প্রয়োগ করবো আর সেরা প্রস্তুতি নিয়ে যাওয়া যায় সে চেষ্টাই করবো।'

এক বছর ক্রিকেট থেকে দূরে থাকলেও গত ২-৩ মাসের কয়েকটি সিরিজ থেকে আত্মবিশ্বাস নিচ্ছে যুব দল। রাকিবুল আরও বলেন, 'গতবারতো এরকম কোভিড পরিস্থিতি ছিলো না। কোভিডের কারণে আমরা যেমন এবার প্রস্তুতি নিতে পারিনি তেমনি বাকি দলগুলো ওরকম। আমরা গত ২-৩ মাসে কয়েকটা সিরিজ খেলেছি এবং আমি মনে করি এটাও খারাপ না।'

'আমাদের ভালো প্রস্তুতিই হয়েছে এবং এশিয়া কাপের আগে যে ক্যাম্পটা করলাম সেটাও ভালো হয়েছে। ঐ যে বললাম কোভিডের জন্য সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। গত কয়েক মাসে আমরা চেষ্টা করেছি প্রস্তুতি নেওয়ার। সুতরাং আমরা যতটুকু পেরেছি চেষ্টা করবো ওটা নিয়েই ভালো কিছু করার' আরও যোগ করেন তিনি।

২৩ ডিসেম্বর পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। পহেলা জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ফাইনাল। এরপর আগামী বছরের ১৪ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের এবারের আসর। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগা-বারমুডা, গায়ানা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ মোট চারটি অঞ্চলে হবে এবারের বিশ্বকাপ। এবারের আসরে অংশ নেবে মোট ১৬টি দল। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৮টি। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। আসরে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।