আইপিএল

আইপিএল নিয়ে হাস্যরসে মাতলেন আকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:29 সোমবার, 20 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তারকা ক্রিকেটারের ছড়া-ছড়ির সঙ্গে চার-ছক্কার বৃষ্টি, সবমিলিয়ে বিশ্বের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগের একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্টের জনপ্রিয়তাও রীতিমতো আকাশচুম্বী। তবে আইপিএলের এতসব সাফল্য নজর কাড়তে পারেনি আকিব জাভেদের। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের ধারণা, আইপিএলের বোলিং খুবই নিম্নমানের।

আকিভের মতে, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তিনি অবশ্য নিজের এমন কথার পেছনে যুক্তিও দেখিয়েছেন। তার ধারণ, পিএসএল এমন পিচে খেলা হয় যেখানে ব্যাটার-বোলার সবাই সুবিধা পায়।

পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটারের ধারণা, আইপিএল সবসময় ফ্ল্যাট উইকেটে খেলা হয়। যেখানে ব্যাটাররা অনেক বেশি সুবিধা পান। তাছাড়া তিনি মনে করেন আইপিএলের বোলাররা খুবই নিম্নমানের।

আকিভ বলেন, 'উইকেটের কারণে পিএসএল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লিগ। লাহোরের পিচ বোলারদের জন্য উপযোগী এবং করাচিতে আপনি ব্যাটিং সহায়ক উইকেট দেখতে পাবেন। কিন্তু আপনি দেখবেন আইপিএলে শুধুই ফ্ল্যাট পিচে খেলা হয় এবং তাদের বোলিং খুবই নিম্নমানের।'

কয়েক দিন আগেই পাকিস্তানি আরেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ অবশ্য বলেছিলেন, আইপিএল বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। তার ধারণা, আইপিএলের সঙ্গে পিএসএলের কোনো তুলনা হয় না।

ওয়াহাব বলেন, 'আইপিএল এমন একটি লিগ, যেখানে সকল আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলতে আসেন। প্রথমত, আপনি  আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা করতে পারবেন না। আইপিএল ভিন্ন জায়গায় রয়েছে। তাদের আয়োজন পদ্ধতি, ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতি এবং যোগাযোগ সম্পূর্ণ আলাদা।'