পাকিস্তান-নিউজিল্যান্ড

চার মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফরে যাবে কিউইরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:47 সোমবার, 20 ডিসেম্বর, 2021

২০২২ সালের ডিসেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করবে কিউইরা। টেস্ট ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। তাই এই সফরটি পূর্ব নির্ধারিতই ছিল।

এই সিরিজ শেষ হওয়ার কয়েক মাস পরই ২০২৩ সালের মার্চে আবারও পাকিস্তান সফর করবে কিউইরা। এই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। মূলত গত সেপ্টেম্বরে সিরিজ বাতিলের ক্ষতি পুষিয়ে নিতেই এই দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, 'আমাদের বোর্ড চেয়ারম্যান মার্টিন স্নেডেন, পাকিস্তানের বোর্ড প্রধান রমিজ রাজা দুবাইতে ফলপ্রসূ আলোচনা করেছেন। সেই আলোচনার ভিত্তিতেই এই সফর সূচি তৈরি করা হয়েছে।'

এনজেডসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রমিজ রাজা। পিসিবির চেয়ারম্যান বলেন, 'আলোচনার ফলাফল দেখে আমি খুবই আনন্দিত। আমাদের সমর্থন করায় মার্টিন স্নেডেনকে ধন্যবাদ।'

গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার পরপরই ইংল্যান্ডও সফর বাতিল করেছিল। এরপর পাকিস্তানে ক্রিকেট আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিলেও ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ দেশটি সফর করে এসেছে। পাশাপাশি আগামী ২০২৩ সালের মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোর পাকিস্তান সফর করার কথা রয়েছে।