বিসিএল

নাঈমের সেঞ্চুরির দিনে নর্থ জোনের দাপট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:23 রবিবার, 19 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে বিসিবি সাউথ জোনের বিপক্ষে প্রথম দিন শেষে ৪ উইকেটে হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছে বিসিবি নর্থ জোন। এদিন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ২৮তম সেঞ্চুরি করেছেন নাঈম ইসলাম। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় বিসিবি নর্থ জোন। দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম  এবং পারভেজ হোসেন ইমন সুপার ফ্লপ। দুজনেই ডাক মেরে সাজঘরে ফিরেছেন।

ওপেনারদের ব্যর্থতায় বিসিবি নর্থ জোন ৭ রান তুলতেই হারায় দুই উইকেট। দিনের শুরুতেই এই দুজনকে ফিরিয়েছেন সাউথ জোনের স্পিনার নাহিদুল ইসলাম। এরপর অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন নাঈম। তবে সেটা ফলপ্রসূ হয়নি।

ব্যক্তিগত ১৫ রান করে জুনায়েদ ফিরলে ২৪ রানে ৩ উইকেট হারায় দল। তবে শুরুর এই ধাক্কা সামাল দেন নাঈম ও অধিনায়ক মার্শাল আইয়ুব। চতুর্থ উইকেটে তারা গড়েন ৯০ রানের জুটি। আইয়ুবকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন শেখ মেহেদী। শেষ পর্যন্ত ৭৩ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক।

প্রথম দিনের বাকি গল্পটা শুধুই নাঈমের। পঞ্চম উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই অভিজ্ঞ ব্যাটার। এদিন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ২৮তম শতক হাঁকিয়েছেন নাঈম।

দিন শেষে ২৯৭ বলে ১২৬ রানে অপরাজিত আছেন এই মিডল অর্ডার ব্যাটার। এদিকে অঙ্কন ১৩৪ বল খেলে অপরাজিত আছেন ৫৩ রানে। বিসিবি সাউথ জোনের হয়ে এদিন সবচেয়ে সফল ছিলেন নাহিদুল। এই স্পিনারের শিকার দুই উইকেট। পাশাপাশি নাসুম আহমেদ ও মেহেদী একটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি নর্থ জোন: ২৪৬/৪ (৯২ ওভার) (নাঈম ১২৬*, অঙ্কন ৫৩*, আইয়ুব ৪৭; নাহিদুল ২/৩১, মেহেদী ১/৪৭, নাসুম ১/৭২)