আইপিএল

লক্ষ্ণৌ দলের মেন্টর হলেন গম্ভীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:06 শনিবার, 18 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে লক্ষ্ণৌ। একদিন আগেই দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার।

এবার দলটির মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। শনিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আইপিএলের দুইবারের শিরোপা জয়ী এই অধিনায়ককে মেন্টর হিসেবে ঘোষণা করা হয়েছে।

২০১৮ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সর্বশেষ গম্ভীরকে দেখা গিয়েছিল। এরপর আইপিএলে কোনো দলের সঙ্গে দেখা যায়নি ভারতের সাবেক এই অধিনায়ককে।

গম্ভীরের নিয়োগ নিশ্চিত করেছেন লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জিব গোয়েঙ্কা। তিনি বলেন, 'আমরা তাকে (গম্ভীর) নিয়েছি।' নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গম্ভীরও।

ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘আরপিএসজি গ্রুপকে ধন্যবাদ আমাকে নতুন ভূমিকায় উপস্থাপন করার জন্য। আমার মধ্যে এখনও জয়ের ক্ষুধা বেঁচে রয়েছে। কেকেআরের হয়ে দু’বার আইপিএল জেতার স্বাদ এখনও আমাকে তৃপ্তি দেয়।’

চলতি বছরের মাঝামাঝি আইপিএলের নতুন দুই দলের জন্য নিলাম আয়োজন করেছিল বিসিসিআই। সেখান থেকেই ৭ হাজার ৯০ কোটি রূপিতে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নেয় আরপিএসজি গ্রুপ।