ক্রিকেট পাকিস্তান

৩৭ কোটি রুপির ড্রপ ইন পিচের দরকার নেই: মিয়াঁদাদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:15 শনিবার, 18 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

উপমহাদেশের স্পিন বান্ধব উইকেটে নিয়মিত খেলার কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মাটিতে গিয়ে পেসারদের বিপক্ষে ব্যাটারদের লড়াই করতে হয়। সেই সমস্যা সমাধানে পাকিস্তান ড্রপ ইন পিচ বসানোর কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ড্রপ ইন পিচ বসানোর ফলে দেশের মাটিতেও পেস বান্ধব উইকেটে খেলার সুযোগ পাবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। তবে ৩৭ কোটি রুপি খরচ করে পাকিস্তানের ড্রপ ইন পিচ বসানোর প্রয়োজন দেখছেন না জাভেদ মিয়াঁদাদ। সেই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে কম বিনিয়োগ করায় সরকারের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

ড্রপ ইন পিচ মূলত পছন্দের মতো উইকেট বানিয়ে সেটা মাঠের পিচের জায়গায় বসিয়ে দেয়া যায়। এই পিচ ব্যবহারের ফলে উপমহাদেশের মাটিতেও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো পেস বান্ধব উইকেট বানানো সম্ভব। রমিজ রাজা পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পরই দেশটির ক্রিকেটের উন্নয়নে তৃণমূল থেকে কাজ করছেন।

পাকিস্তানের ক্রিকেটে ড্রপ ইন পিচের ব্যবহার এরই একটি অংশ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে আরিফ হাবিব গ্রুপের সঙ্গে ড্রপ-ইন পিচ নিয়ে এক সমঝোতা সাক্ষর করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ। তারাই মূলত ৩৭ কোটি রুপি খরচায় দুটি ড্রপ ইন পিচ এনে দেয়ার জন্য সম্মত হয়েছে। যদিও এমন প্রয়োজন দেখছেন না মিঁয়াদাদ।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘পাকিস্তানে ড্রপ ইন পিচের দরকার নেই। পাকিস্তানে সবধরনের পিচ তৈরি করা যায়। এই পিচে খেলে আমরা বিশ্বমানের খেলোয়াড় তৈরি করেছি। খুব কম মানুষই জানে যে মূলত অস্ট্রেলিয়াতে কেরি পেরি প্রথম ড্রপ ইন পিচের আইডিয়া দিয়েছিল। কিন্তু সে সেখানে বৈশ্বিক কোনো সিরিজ আয়োজন করতে পারেনি।’

সরকারের সমালোচনা করে মিয়াঁদাদ বলেন, ‘সরকারে যেই আসে বড় বড় কথা বলে কিন্তু কিছুই হয় না। সরকারের উচিত খেলাধুলায় বিনিয়োগ করা এবং যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট করতে হবে।’