ভারতীয় ক্রিকেট

‘কোহলি লোভী নয়’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:57 শনিবার, 18 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নেতৃত্বে লোভ নেই বিরাট কোহলির। ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হলেও মাঠের ক্রিকেটে এর প্রভাব পড়বে না বলে মনে করেন কোহলির বাল্যকালের কোচ রাজকুমার শর্মা।

কিছুদিন আগেই ভারতের ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেয়া হয় কোহলির কাছ থেকে। তা হস্তান্তর করা হয় রোহিত শর্মাকে। এ নিয়ে দারুণ জলঘোলা হচ্ছে ভারতের ক্রিকেটে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দাবি, সাদা বলের ক্রিকেটে দুই সংস্করণে দুই অধিনায়ক রাখতে চায় না বলেই তাদের এমন সিদ্ধান্ত।

এই কারণে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে কোহলিকে সরে আসতে মানা করেছিল তারা। অপরদিকে কোহলি স্পষ্ট জানিয়ে দেন, এই ব্যাপারে তার সঙ্গে কোনো কথাই বলেনি নীতি নির্ধারকরা।

এই ইস্যুতে মুখ খুলেছেন কোহলির বাল্যকালের কোচ শর্মা। বাইরে যেটাই হোক, মাঠের খেলায় এর বিন্দুমাত্র প্রভাব পড়বে না বলে মনে করছেন তিনি।

রাজকুমার বলেন, 'বিরাট কোনো কিছুর জন্যই লোভী নয়। সে অবশ্যই তার শতভাগ দলের জন্য দেবে। নেতৃত্ব কেড়ে নেয়ার বিষয়টি তার মাথায় থাকতেই পারে। কিন্তু একবার মাঠে নামার পর কোনো কিছুই তার খেলায় প্রভাব ফেলবে না। তার সেই আত্মবিশ্বাস আছে এবং সে নিজের শতভাগ দেবে।

'এই ব্যাপারে আমি অনেক কথা বলতে রাজি নই। কেননা এটা বিরাটের সাথে সম্পৃক্ত একটি বিষয়। দুই পাশ থেকেই কড়া কড়া কথা আসছে.. এটা উচিত নয়। দল ভালো করছে। আমার মনে হয় না, আমাদের এই মুহূর্তে কোনো বিতর্কের প্রয়োজন আছে।'