টেস্ট চ্যাম্পিয়নশিপ

আরও ৩ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:19 শুক্রবার, 17 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্রিসবেন টেস্টে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড দলকে জরিমানার সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ পয়েন্ট কাটা হয়েছিল। যদিও শুক্রবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে আরও তিন পয়েন্ট কাটা যাচ্ছে ইংলিশদের।

ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে মোট ৮ পয়েন্ট হারাতে হচ্ছে দলটিকে। এবারের মৌসুমে ৫ ম্যাচ খেলে ১ জয় ও ১ ড্রতে ইংলিশদের ১৬ পয়েন্ট থাকার কথা থাকলেও তাদের পয়েন্ট মাত্র ৬। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ইংলিশদের অবস্থান এখন ৭ নম্বরে।

তাদের নিচে আছে কেবল বাংলাদেশ। স্লো ওভার রেটের কারণে প্রথম টেস্টে ইংল্যান্ডের ক্রিকেটারদের ম্যাচ ফি'র শতভাগ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়।

ইংল্যান্ড ব্রিসবেন টেস্টে ৫ ওভার পিছিয়ে ছিল নির্ধারিত সময়ে। এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট। যদিও শুক্রবার আইসিসি জানিয়েছে জো রুটের দল নির্ধারিত সময়ে ৮ ওভার পিছিয়ে ছিল।

এজন্য তাদের ৮ পয়েন্ট কাটা হয়েছে। এর আগে ন্যাটিংহাম টেস্টেও ভারতের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ২ পয়েন্ট হারিয়েছিল ইংল্যান্ড। সেবার তারা ২ ওভার পিছিয়ে ছিল। এ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো পয়েন্ট কাটা গেল ইংলিশদের।