promotional_ad

বার্নসকে ট্যাকনিক পরিবর্তন করার পরামর্শ দিলেন কুক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন ররি বার্নস। কিন্তু প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাট হাতে কখনোই ধারাবাহিক হতে পারেননি এই ইংলিশ ওপেনার।


এর ফলে তার ব্যাটিং ট্যাকনিক নিয়েও প্রশ্ন উঠেছে। এবার তার ব্যাটিং ট্যাকনিক পরিবর্তন আনার পরামর্শ দিলেন অ্যালিস্টার কুক। চলমান অ্যাশেজে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। যেখানে সবচেয়ে বেশি দায় ছিল টপ অর্ডার ব্যাটারদের।


বিশেষ করে বার্নস ব্যর্থ ছিলেন দুই ইনিংসেই। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেছিলান এই ওপেনার। অ্যাডিলেডে টেস্টের প্রথম ইনিংসেও খোলস ছেড়ে বের হয়ে আসতে পারেননি বার্নস। মাত্র ৪ রান করে মিচেল স্টার্কের শিকার হয়ে ফিরেছেন তিনি।


promotional_ad

বার্নসকে পরামর্শ দিয়ে কুক বলেন, 'সে কাউন্টি ক্রিকেটে এই ট্যাকনিক নিয়ে খেলে খুবই ধারাবাহিক। তার এটি ধরে রাখতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে সবসময় বলা হয়, আপনি কাউন্টি ক্রিকেটে যা করেন এখানেও তাই করুন। সে এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে তাকে নিজের সঙ্গে আলোচনা করতে হবে এবং বলতে হবে, আমার কোন জায়গায় উন্নতি করতে হবে?'


আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ১১ ইনিংসের মধ্যে ৬ বার দুই অঙ্ক ছোঁয়ার আগেই আউট হয়েছেন বার্নস। আর ৪ ইনিংসে  রানের খাতায় খুলতে পারেননি এই ওপেনার। যেখানে তার সর্বোচ্চ সংগ্রহ ৬১ রান। আর এই সময়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন কেবল দুই ইনিংসে। তবে কোনো সেঞ্চুরির দেখা পাননি।


ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে এখনও পর্যন্ত ৩০ ম্যাচ খেলে প্রায় ৩১ গড়ে ১ হাজার ৭২৫ রান করেছেন বার্নস। অথচ প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি একজন পরীক্ষিত পারফর্মার। ১৫৭ ম্যাচে প্রায় ৪২ গড়ে দশ হাজারের ওপর রান করেছেন তিনি।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball