ভারতীয় ক্রিকেট

সৌরভের হাত ধরে বিসিসিআইতে আসছে শচীন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:07 শুক্রবার, 17 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

একসময় ব্যাট হাতে ভারতের দায়িত্ব সামলেছেন সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়রা। ব্যাট-প্যাড তুলে রেখে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করছেন সৌরভ। কদিন আগেই ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়।

যদিও টেন্ডুলকারকে এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক পদে দেখা যায়নি। তবে অতি শ্রীঘ্রই এই সাবেক তারকাকে বোর্ডে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ। তিনি জানিয়েছেন, শচীন নিজে থেকেই এসবের সঙ্গে জড়িত হতে চান না। যদিও সৌরভের চাওয়া তার এক সময়ের এই সতীর্থ বোর্ডে আসুক।

সৌরভ এ প্রসঙ্গে বলেছেন, 'শচীন অবশ্য়ই একটু অন্যরকম। সে এসবের মধ্যে থাকতে চায় না। তবে আমি নিশ্চিত ভারতীয় ক্রিকেটে কোনও ভাবে সচিন যদি আসে, তাহলে এর চেয়ে বড় খবর কিছু হতে পারে না। সেটা কীভাবে সম্ভব, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে।'

শচিন বোর্ডে এলে তা স্বার্থের সংঘাত হবে না বলেও মনে করেন তিনি। সৌরভ বলেন, 'আসলে চারপাশে এত বেশি স্বার্থের সংঘাতের ইস্যু যে, কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝা দায়। কিছু ক্ষেত্রে আমার অবাস্তবও মনে হয়। তো দেখতে হবে সেরা ট্য়ালেন্টকে কীভাবে এই খেলার সঙ্গে যুক্ত করা যায়। শচীন নিজেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে জুড়ে যাওয়ার রাস্তা খুঁজে নেবে।'

কদিন আগেই সৌরভ তার আরেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব দিয়েছেন। এরই ধারাবাহিকতার শচীন বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হলে তা ভারতের ক্রিকেটের জন্যই দারুণ ব্যাপার হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।