দক্ষিণ আফ্রিকা

ডি ভিলিয়ার্স-স্মিথদের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:49 শুক্রবার, 17 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও কয়েকজন সাবেক প্রোটিয়া ক্রিকেটারের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি তাদের বিরুদ্ধে ২৩৫ পৃষ্টার এক চূড়ান্ত  প্রতিবেদন জমা দেয়া হয়েছে সোশ্যাল জাস্টিস এন্ড ন্যাশন বিল্ডিংয়ে (এসজেএন)।

ডুমিসা এতসেবেজা পরিচালিত এসজেএন এর এই রিপোর্টে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে বর্ণ বৈষমের অভিযোগ আনা হয়েছে। যেই তালিকায় আছেন গ্রায়েম স্মিথ, মার্ক বাউচার এবং এবি ডি ভিলিয়ার্স। স্মিথ ও বাউচার বর্তমানে সিএসএর সঙ্গে সরাসরি জড়িত থাকায় সিএসএর বিরুদ্ধেও এই রিপোর্টে অভিযোগ করা হয়েছে।

সিএসএ তাদের কার্যক্রমে বর্ণবাদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে, বোর্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা প্রতিবেদনটি দেখবেন এবং তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সিএসএ। এই রিপোর্ট করতে এসজেএনকে সব ধরনের সহযোগিতা করেছে সিএসএ।

সিএসএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'প্রতিবেদনে উত্থাপিত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, কোন ধরনের পদক্ষেপ নেয়া হতে পারে তা এখনই বলা যায় না। বোর্ডকে প্রতিবেদনটি গুরুত্ব সহকারে সম্পূর্ণভাবে দেখতে হবে।'

বোর্ড তাদের বিজ্ঞপ্তিতে আরও জানিয়ে ছে, 'আমরা ইতোমধ্যেই তা করছি। সামগ্রিকভাবে এসজেএন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মধ্যে ছিল তাই বোর্ড সবসময় তাদের পাশে ছিল। এখন বোর্ডের দায়িত্ব প্রতিবেদন দেখা।'

রিপোর্টে অভিযোগ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটাররা জাতীয় দলে খেলার সময় দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়েরা তাদের দ্বারা বৈষমের শিকার হয়েছিল। এমনকি অনেক ক্রিকেটারের অভিযোগ, পারফর্ম করা সত্বেও শুধুমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তারা দলে সুযোগ পায়নি।