বাংলাদেশ-নিউজিল্যান্ড

নিউজল্যান্ডে অনুশীলন বন্ধ বাংলাদেশ দলের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:35 শুক্রবার, 17 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এরপর তার সংস্পর্শে আসা মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজসহ ৮ ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছিল।

বাকি সদস্যরা বৃহস্পতিবার কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন। যদিও বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করা হয়নি তাদের। অবশ্য একদিন পরেই জানানো হয়েছে তিনদিন আরও কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে মাঠে গিয়ে অনুশীলন ও জিমনেসিয়ামে যাওয়াও বন্ধ থাকবে বাংলাদেশ দলের। এই বিষয়টি এক ভিডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি বলেন, 'আমাদের সফরের কিছুদিন আগে সমঝোতার মাধ্যমে এটা সাতদিনের করা হয়েছিল। সঙ্গে আরও তিনদিন। আসলে এটা ১০ দিন সবসময় ছিল। এটার সাতদিন ছিল এমআইকিউয়ের অধীনে আর তিনদিন ছিল হোটেলে গিয়ে আপনি অনুশীলন করতে পারবেন কিন্তু আপনাকে হোটেলে আবার আইসোলেশনেই থাকতে হতো। সবমিলিয়ে ১০ দিনই ছিল। এখন হয়তো বা পরিবর্তন একটাই আসতে পারে যে আমাদের এই এমআইকিউয়ের অধীনেই ১০ দিন থাকবে।'

হেরাথের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে নাফিস আরও বলেন, 'অনুশীলনের যে সুবিধাটা কালকে যেটার অনুমতি পেয়েছিলাম সেটা আমি আবারও বলছি সংগত কারণে এটা সরকারের দিক থেকে নিষেধ করা হয়েছে। এটাই আপডেট। আর রঙ্গনা হেরাথের ব্যাপারে বলতে চাই সে ভালো আছে। সে ধীরে ধীরে ভালো হচ্ছে। আমাদের দল প্রতিনিয়ত যোগাযোগে আছে। সুজন ভাই রয়েছে আমি রয়েছি সাধারণ যোগাযোগে। সে ভালো আছে এবং তার উন্নতি হচ্ছে। আশা করি শিগগিরই ওকে আমাদের সঙ্গে পাবো।'

ক্রাইস্টচার্চের আবহাওয়া মোটেই সুবিধাজনক নয়। টানা বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাসের কারণে আরও অনুশীলন করাই কঠিন হয়ে যেত বাংলাদেশের ক্রিকেটারদের জন্য।

যদিও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুশফিকুর রহিম-তাসকিন আহমেদরা টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত গেয়েছেন।