বাংলাদেশ ক্রিকেট

মাশরাফি-সাকিবদের চেয়ে ভালো খেলতে হবে, যুব দলকে আতাহার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:11 শুক্রবার, 17 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কদের একজন মাশরাফি বিন মর্তুজা। নেতৃত্ব গুণের মতো পেসার হিসেবেওে দাপট দেখিয়েছেন দীর্ঘদিন। এদিকে বলা হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গত ১৫ বছরে ব্যাটে-বলে সমান তালে দাপট দেখাচ্ছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে আলাপকালে সাকিব-মাশরাফির চেয়ে ভালো খেলার লক্ষ্য স্থিরের পরামর্শ দিয়েছেন আতাহার আলী।

বিজয় দিবসে নিজেদের অনুশীলন সেরে দুপুর নাগাদ সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ডাগ আউটের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। গ্র্যান্ড স্ট্যান্ডের ঠিক সামনে বসে থাকলেও একটু পরই যুব দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান নাজমুল হাসান পাপন। 

ভারতে চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেটারদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেন বোর্ড সভাপতি। সেই সঙ্গে এশিয়া কাপে যুবাদের খেলা দেখতে যাওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। পাপন চলে যাওয়ার একটু পরই যুবাদের সঙ্গে গল্পে মাতেন আতাহার। 

বিজয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচে ৫৫ বলে ৬০ রানের ইনিংস খেলে আসার পর গল্পের সঙ্গে যুব ক্রিকেটারদের পরামর্শও দিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। তরুণদের সঙ্গে আলাপকালে কি পরামর্শ দিলেন তিনি। এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল তাঁকে। 

এমন প্রশ্নের জবাবে আতাহার বলেন, ‘বললাম, এই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তোমরা। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। তবে অনূর্ধ্ব-১৯ দলের পরের পর্যায়টা আসলে অনেক ভিন্ন, অনেক কঠিন। তাই আরও বেশি কষ্ট করতে হবে। মাথার মধ্যে সবসময় রাখতে হবে আমাদের মুশফিক-মাশরাফি-সাকিব-তামিমদের চেয়ে ভালো খেলতে হবে।’

সাকিব, মাশরাফি কিংবা মুশফিকুর রহিম, তামিম ইকবালরা লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। আইসিসির কোনো শিরোপা কিংবা বড় কোনো ট্রফি জিততে না পারলেও বাংলাদেশকে শক্তিশালী দল বানাতে বড় অবদান  রেখেছেন তারা। তাঁদের থেকে ভালো খেলার উপায় জানতে চাইলে আতাহার বলেন, ‘চেষ্টা,কষ্ট, বিশ্বাস! রান করতে হবে, উইকেট নিতে হবে।’