ইংলিশ কাউন্টি ক্রিকেট

সাসেক্সের হয়ে খেলবেন রিজওয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:28 শুক্রবার, 17 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২২ ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মোহাম্মদ রিজওয়ানকে দলে নিয়েছে সাসেক্স। তাতে আগামী মৌসুমে বেন ব্রাউনের বদলি হিসেবে সাসেক্সের জার্সিতে খেলতে দেখা যাবে পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারকে।

চলতি বছর ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে রিজওয়ানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্বপ্নের মতো বছর পার করলেন ২৯ বছর বয়সি এই ক্রিকেটার। প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকা বর্ষে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

যেখানে ২০২১ সালে তাঁর ব্যাট থেকে এসেছে ১২৩৯ রান। সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিলেন দুর্দান্ত। তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হওয়ার সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। এ ছাড়া একমাত্র ক্রিকেটার হিসেবে এক বছরে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছেন রিজওয়ান।

এমন পারফরম্যান্সের জেরেই ব্রাউনের বদলি হিসেবে রিজওয়ানকে দলে নিয়েছে সাসেক্স। দলটির সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত তিনি। রিজওয়ান বলেন, ‘আমি সম্মানিতবোধ করছি এবং ২০২২ মৌসুমে ঐতিহাসিক সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের অংশ হতে মুখিয়ে আছি।’ 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে আগামী এপ্রিলে সাসেক্সের সঙ্গে যোগ দেবেন রিজওয়ান। মধ্য জুলাই পর্যন্ত সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।