পাকিস্তান - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

পাকিস্তানের রেকর্ডের দিনে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:53 শুক্রবার, 17 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ছয় ক্রিকেটার  করোনায় আক্রান্ত হওয়ায় পূর্ণশক্তির দল ছাড়াই খেলতে নামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। যদিও ব্যাটিংয়ে সেটার প্রভাব পড়তে দেননি নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, সামাহ ব্রুকসরা। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০৭ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছিল ক্যারিবীয়রা। তবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দারুণ ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই রেকর্ড রান তাড়া করে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। তাতে সিরিজের তিন ম্যাচেই হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

করাচিতে জয়ের ২০৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ এক উদ্বোধনী জুটি গড়েন বাবর-রিজওয়ান। তাঁদের দুজনের ১৫৮ রানের উদ্বোধনী জুটিই মূলত পাকিস্তানের জয়ের ভিত করে দেয়। দেড়শ রানের জুটিতে লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন তাঁরা। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয়বার শতরানের জুটি গড়েছেন বাবর-রিজওয়ান। যেখানে ভারতের রাহুল ও রোহিতের রয়েছে পাঁচটি শতরানের জুটি। ৫৩ বলে ৭৯ রান করে বাবর ফিরলে ভাঙে তাঁদের দুজনের ১৫৮ রানের উদ্বোধনী জুটি। 

পাকিস্তানের অধিনায়ক ফেরার একটু পর সাজঘরের পথে হাঁটেন রিজওয়ান। ১০ চার ও তিন ছক্কায় ৪৫ বলে ৮৭ রানের দারুণ এক ইনিংস খেলে ডমিনিক ড্রেকসের বলে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এদিন প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রিজওয়ান। 

দুই ওপেনার ফিরলেও শেষ দিকে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন ফখর জামান ও আসিফ আলী। ৮ বলে ১২ রান করে ফখর ফিরলেও আরেক ব্যাটার আসিফ অপরাজিত ছিলেন ৭ বলে ২১ রানের দারুণ এক ক্যামিও ইনিংস খেলে। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে পাকিস্তান।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন ব্রুকস ও ব্রেন্ডন কিং। যদিও দুজনই হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন। কিং ৪৩ ও ব্রুকস আউট হয়েছেন ৪৯ রানের ইনিংস খেলে। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ‍পুরান।

বাঁহাতি এই ব্যাটার করেছেন ৩৭ বলে ৬৪ রান। শেষ দিকে ব্রাভোর ৩৪ রানের সুবাদে ২০৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দুটি উইকেট নিয়েছেন।