হায়দরাবাদের বোলিং কোচ হচ্ছেন স্টেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:46 বৃহস্পতিবার, 16 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নতুন দায়িত্বে দেখা যাবে ডেল স্টেইনকে। সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

এ ব্যাপারে স্টেইনের সঙ্গে চূড়ান্ত আলোচনা সেরে ফেলেছে ফ্র‍্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই হায়দরাবাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

চলতি বছরের ৩১ আগস্ট সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান স্টেইন। বাইশ গজে গতির ঝড় তোলা দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারের কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই। তাই আইপিএল দিয়েই তার কোচিং ক্যারিয়ারে অভিষেক হতে যাচ্ছে।

ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে বেশ কয়েকটি ফ্র‍্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে স্টেইনের। তিনি ডেকান চার্জারস, হায়দরাবাদ, গুজরাট লায়ন্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়েছেন।

সবমিলিয়ে আইপিএলের ১১ মৌসুমে ৯৫ টি ম্যাচ খেলেছেন স্টেইন। এই লিগে প্রায় ২৬ গড়ে তিনি শিকার করেছেন ৯৭ উইকেট। যেখানে ৬.৯১ ইকোনমিতে বোলিং করেছেন এই ডানহাতি পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সময়ের সেরা পেসারদের একজন ছিলেন স্টেইন। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৪৭ টি-টোয়েন্টি খেলে শিকার করেছেন ৬৪ উইকেট। যেখানে তার বোলিং ইকোনোমি ছিল সাতের নিচে।