বাশারদের বিপক্ষে আতাহার-নান্নুদের দাপুটে জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:40 বৃহস্পতিবার, 16 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে শহীদ মুশতাক একাদশকে ১৫০ রানের লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন আতহার আলী। এরপর বোলারদের দাপুটে শহীদ জুয়েল একাদশকে ১০৮ রানে গুটিয়ে দিয়ে ৪২ রানের জয় তুলে নেয় শহীদ মুশতাক একাদশ। 

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই ম্যাচে শহীদ জুয়েল একাদশের নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার সুমন এবং শহীদ মুশতাক একাদশকে নেতৃত্ব দিয়েছেন খালেদ মাসুদ পাইলট। এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাশার। 

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন আতহার ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে সংগ্রহ করেছেন ৫২ রান। ২৪ বলে ২৬ রানের ইনিংস খেলে বিদ্যুৎ ফিরলে ভাঙে তাদের এই জুটি। বড় ইনিংসে খেলার আশা দেখালেও ১৮ বলে ১৫ রান করে আউট হয়েছেন মোহাম্মদ রফিক। 

এদিন থিতু হতে পারেননি মিনহাজুল আবেদিন নান্নু। ৪ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে অবশ্য ব্যাট হাতে ঝড় তুলেছিলেন পাইলট। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার করেছেন ১৫ বলে ৩১ রান। হাফ সেঞ্চুরি তুলে নেয়া আতাহার আউট হয়েছেন ৫৫ বলে ৬০ রান। তাতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে শহীদ মুশতাক একাদশ।

জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ শহীদ জুয়েল একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ২৯ রান এসেছে অধিনায়ক বাশারের ব্যাট থেকে। এ ছাড়া মুশফিক বাবু করেছেন ২৯ বলে ২৭ রান।