Connect with us

ভারতীয় ক্রিকেট

‘সমস্যার সমাধান করো’, সৌরভ-কোহলির উদ্দেশে কপিল


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিরাট কোহলির ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেয়া সংক্রান্ত ভারতের ক্রিকেটের চলমান অস্থিরতার সমাধান চেয়েছেন কপিল দেব। স্পর্শকাতর এই বিষয়ে জনসম্মুখে কারো কোনো মতামত প্রত্যাশা করছেন না তিনি।

সাম্প্রতিক অবস্থা ভালো নেই ভারতের ক্রিকেটে। আচমকা ওয়ানডে সংস্করণের নেতৃত্ব কেড়ে নেয়া হয় কোহলির কাছ থেকে। আর তা হস্তান্তর করা হয় রোহিত শর্মাকে। এরপর সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন, কোহলিকে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে অনুরোধ করেছিলেন তারা।

যুক্তি হিসেবে সৌরভ জানান, সাদা বলের দুই সংস্করণে দুই অধিনায়ক রাখা সম্ভব নয় বলেই কোহলিকে এমনটা বলেছিলেন তারা। এরপর কোহলি বলেন উল্টো কথা।

১৫ ডিসেম্বর (বুধবার) সকালে কোহলি দাবি করেন, এমন কোনোকিছুই তাকে বলেনি কেউ। কোহলির বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) এক মুখপাত্র জানান, কোহলিকে নেতৃত্ব না ছাড়তে অনুরোধ করেছিলেন তারা!

এসব সমস্যার সঠিক সমাধান চান দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল, 'এটা কাউকে দোষ দেয়ার সময় না। দক্ষিণ আফ্রিকা সফর এসে পড়েছে। সেখানে মনোযোগ দেয়া উচিত। বোর্ড সভাপতি অবশ্যই বোর্ড সভাপতির জায়গায়। তবে হ্যাঁ, ভারতের অধিনায়কও খুব বড় একটা বিষয়। কিন্তু জনসম্মুখে একে অপরকে বাজে বলা কখনোই ভালো কিছু নয়। এটা সৌরভের ক্ষেত্রেও যা, কোহলির ক্ষেত্রেও তা।'

'এসব সমস্যাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত। দেশের কথা প্রথমেই ভাবা উচিত। ভুল কোথায় ছিল সেটা এমনিতেই জানা যাবে। কিন্তু জনসম্মুখে এখন এসব বলে বেড়ানো ঠিক নয়। আমি এমন সফরের আগে দলকে বিতর্কিত অবস্থায় দেখতে চাই না।'

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সাকিব-নাঈমদের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন ফারনান্দো

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন